ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরুতেই ব্রাজিলকে রুখে দিল সুইজারল্যান্ড

প্রকাশিত: ১৮:০৩, ১৮ জুন ২০১৮

শুরুতেই ব্রাজিলকে রুখে দিল সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ ১৯৭৮ সালের আসরের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারাল ব্রাজিল। ১-১ গোলে ম্যাচটা ড্র করেছে সুইজারল্যান্ডের সাথে। অথচ ব্রাজিল ম্যাচটা যেভাবে শুরু করল, তা স্বপ্ন বললেও বোধ হয় কম বলা হয়। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম গোলটা বোধ হয় এর চেয়ে ভালো হতে পারত না। ২০ মিনিটে মার্সেলোর শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সুইজারল্যান্ড। বক্সের বাইরে থেকে বল পেয়ে গেলেন কুতিনিয়ো, তাঁর নেওয়া বাঁক খাওয়ানো শট ঢুকে গেল জালে। সুইজারলান্ডের বিপক্ষে এগিয়ে গেল ব্রাজিল। তার আগে ১২ মিনিটে ম্যাচের প্রথম সুবর্ণ সুযোগটা নষ্ট করলেন পাওলিনহো। নেইমারের ক্রস থেকে বল পেয়েছিলেন, কিন্তু মাত্র ৪ গজ দূর থেকেও বল রাখতে পারেননি পোস্টে। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে থিয়াগো সিলভার হেড একটুর জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে। তবে গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল সুইজারল্যান্ড। এরপর বল দখলও তাদের ছিল, তবে ব্রাজিল রক্ষণকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। ব্রাজিল অবশ্য ধীরে-চলো নীতিতেই এগিয়েছে গোল দেওয়ার পর। কিন্তু বিরতির পর সমতা ফেরাল সুইজারল্যান্ড। ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জুবের সমতা ফেরালেন, ম্যাচে এটিই ছিল ব্রাজিলের পোস্টে তাদের প্রথম শট। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সুইজারল্যান্ডই বেশি ধারাল ছিল, গোলের পরিষ্কার সুযোগ অবশ্য সেভাবে পায়নি। ৭০ মিনিটে আবার এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিলেন কুতিনিয়ো, এবার তুলনামূলক সহজটাই কাজে লাগাতে পারেননি। মাত্র কয়েক গজ দূর থেকে তাঁর নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে। ৮২ মিনিটে মাঠে নামার খানিক পরেই সুযোগ পেয়ে গিয়েছিলেন ফিরমিনো, কিন্তু তাঁর ডান পায়ের শট একটুর জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে। ৮৮ মিনিটে নেইমারের ক্রস থেকে ম্যাচে নিজের একমাত্র সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু তাঁর হেড সরাসরি জমা পরে সুইস গোলরক্ষকের হাতে। আজ পুরো ম্যাচে সেভাবে খেলতে পারেননি, তবে শেষের দিকে এসে জ্বলে উঠেছিলেন। ৯০ মিনিটে নেইমার এবার উৎস, তাঁর ফ্রিকিক থেকে হেড করেছিলেন ফিরমিনো। কিন্তু এবার ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছেন সমার। এক মিনিট পর মিরানডার শট অল্পের জন্য চলে যায় বাইরে। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করেছিল ব্রাজিল, কিন্তু সুইস রক্ষণের কাছে ভেস্তে গেছে সবকিছু। দুর্দান্ত খেলেই এক পয়েন্ট পেয়েছে সুইসরা। একাদশ ব্রাজিল : অ্যালিসন, সিলভা, মিরান্ডা, মার্সেলো, দানিলো, কাসেমিরো, কুতিনিয়ো, পাউলিনহো, উইলিয়ান, হেসুস, নেইমার সুইজারল্যান্ড : সোমার, লিচস্টেইনার, আকিঞ্জি, রদ্রিগেজ, শার, শাকা, বেহরামি, জুবের, জেমাইলি, শাকিরি, সেফেরোভিচ
×