ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সামরিক অভিযান চালু করলো ভারত

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ জুন ২০১৮

কাশ্মীরে সামরিক অভিযান চালু করলো ভারত

অনলাইন ডেস্ক ॥ জম্মু ও কাশ্মীরে রমজান মাস উপলক্ষে চলা যুদ্ধবিরতির সমাপ্তি টানলো ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার এক টুইটে লিখেছেন, কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পুনরায় চালু করা হবে। এ খবর দিয়েছে আল জাজিরা। রাজনাথ সিংকে উদ্ধৃত করে খবরে বলা হয়, যুদ্ধবিরতির সময়টুকুতে সামরিক বাহিনী লক্ষণীয় সংযম প্রদর্শন করেছে। অন্যদিকে, সন্ত্রাসীরা বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর তাদের হামলা চালানো অব্যাহত রেখেছে। এতে করে নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশের প্রতিবেদন অনুসারে, রমজানে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে বিভিন্ন হামলায় ছয় বেসামরিক নাগরিক, নয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ২০ জনের অধিক যোদ্ধাসহ অনেকে নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নিহত হয়েছেন লাইন অফ কন্ট্রোলের নিকটবর্তী স্থানে। নিহতদের মধ্যে একজন বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারিও রয়েছেন। তাকে শ্রীনগরে গুলি করে খুন করা হয়। তার হত্যা নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বিক্ষোভ করা হয় শ্রীনগরেও। রাজনাথ সিং জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর যে প্রস্তাব ছিল, তা খারিজ হয়ে গিয়েছে।
×