ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জার্মানিকে হারানোর পর মেক্সিকোতে ভূমিকম্প

প্রকাশিত: ২০:৩১, ১৮ জুন ২০১৮

জার্মানিকে হারানোর পর মেক্সিকোতে ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপের এমন সূচনার কথা হয়তো কল্পনাতেও আনতে পারেননি মেক্সিকানরা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিই ছিল অন্যতম ফেভারিট ও গতবারের শিরোপাজয়ী জার্মানির বিপক্ষে। সেখানে শেষপর্যন্ত ১-০ গোলের জয় পেয়েছে মেক্সিকো। অসাধারণ এই জয়ের পর উল্লাসে ফেটে পড়েছিলেন মেক্সিকোর বাসিন্দারা। তাঁরা এতটাই উন্মাতাল উদযাপন করেছেন যে, কেঁপে উঠেছিলেন ধরণীও। মেক্সিকানদের এই বিজয়োল্লাসে হয়ে গেছে ছোটখাট ভূমিকম্প। দেশটির ভূমিকম্প নির্ধারণ সেন্সরগুলো সক্রিয় হয়ে উঠেছিল ফুটবল ভক্তদের লাফালাফিতে। জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয়ের পর মেক্সিকো শহরের প্রাণকেন্দ্রে জড়ো হয়েছিলেন অগনিত মানুষ। শুরু করেছিলেন গান আর লাফালাফি। ম্যাচের ৩৫ মিনিটে জয়সূচক গোলটির পর সমর্থকেরা চিৎকার দিয়ে উঠেছিলেন। একসঙ্গে এতটাই জোরে তাঁরা লাফালাফি শুরু করেছিলেন যে, মেক্সিকো সিটির ভূমিকম্প নির্ধারক সেন্সরগুলো সেটা সনাক্ত করেছে। ঘটনাটি ঘটেছিল গোল হওয়ার সাত সেকেন্ড পরে। দেশটির ভূমিকম্প বিষয়ক কর্মকর্তারা এটাকে বলছেন ‘কৃত্রিম’ ভূমিকম্প। বিশ্বকাপের দারুণ এই সূচনার পর মেক্সিকোর সমর্থকদের চোখ এখন আরও বড় কিছুর দিকে। পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্নটা এখন খুবই কাছের মনে হচ্ছে তাদের। তবে সেটা সত্যিই বাস্তবে রূপ দেওয়ার জন্যও মেক্সিকোকে হাড্ডাহাড্ডি লড়াই চালাতে হবে দক্ষিণ কোরিয়া ও সুইডেনের বিপক্ষে। আগামী ২৩ জুন মেক্সিকো তাদের পরবর্তী ম্যাচটি খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর সুইডেনের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জুন।
×