ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্বেগ হানা দিয়েছিল দলে ॥ ব্রাজিল কোচ

প্রকাশিত: ২১:৩৬, ১৮ জুন ২০১৮

উদ্বেগ হানা দিয়েছিল দলে ॥ ব্রাজিল কোচ

অনলাইন ডেস্ক ॥ নেইমার, পাওলিনিয়ো, ফিরমিনো সবাই ছিলেন সুযোগ নষ্টের মিছিলে। একটা সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু শেষ রক্ষা হয়নি। সুইজারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ তিতের দাবি, দলে উদ্বেগ হানা দেওয়ায় প্রত্যাশিত খেলাটা খেলতে পারেনি তার শিষ্যরা। রস্তোভ-ডন-অনে রোববার রাতে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে রাশিয়া বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিতে দলের খেলা নিখুঁত না হওয়ার কারণ জানালেন। “আমরা গোলটা না করা পর্যন্ত অনেক চাপ ছিল। অনেক উদ্বেগ ছিল, অনেক চাপ ছিল এবং এটা আমাদের খেলার মধ্যেও চলে এসেছিল। আমরা যথেষ্ঠ নির্ভুল ছিলাম না।” “আমরা কিছু ভালো এবং পরিষ্কার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা আরও বেশি নির্ভুল হতে পারতাম।” “বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার ভাবনা থেকেই এই উদ্বেগ এসেছে। এমনকি কোচও উদ্বিগ্ন হয়।” ১৯৭৮ আসরের পর এই প্রথম বিশ্বকাপে শুভসূচনা পেলো না ব্রাজিল। ম্যাচের ফলে তাই সন্তুষ্ট হতে পারেননি কোচ। নেইমার-জেসুসরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি বলেও মনে করেন তিনি। “আমি জয় প্রত্যাশা করেছিলাম। তাই অবশ্যই এই ফলে খুশি নই। বিশ্বকাপের এ পর্যায়ে আপনাকে এগিয়ে থাকার সুযোগ নিতে হবে। যখন দেখবেন, আপনার প্রতিপক্ষ ঝুঁকি নিচ্ছে এবং আপনারও দ্রুত পরিস্থিতি বদলাতে হবে।” উদ্বেগকে দায়ী করলেও রেফারির সিদ্ধান্ত বিপক্ষে যাওয়া সংক্রান্ত কোনো অভিযোগ করেননি তিতে। ডি-বক্সের মধ্যে জেসুসের বাহু টেনেছিলেন এক সুইস ডিফেন্ডার। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। সুইজারল্যান্ডের খেলার মধ্যে ছিল শক্তিনির্ভর ফুটবলের ছাপ। ওসব নিয়ে কোনো অভিযোগ নেই ব্রাজিল কোচের। “অভিযোগ করা দলকে আমি কোচিং করাতে পারি না। আপনি যে কোনো উপায়ে পেনাল্টির ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনি কোনোভাবে অভিযোগ করতে পারেন না।” তিতের মতো সহাকারী কোচে ক্লেবেরেরও মনে হচ্ছে উদ্বেগের কারণে রাশিয়ায় শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। “২০১৪ সালের দলের চেয়ে এবারের সুইজারল্যান্ড আরও ভারসাম্যপূর্ণ। তারা আমাদের কিছু চাপ দিয়েছিল এবং আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু কার্যকর ছিলাম না। অবশ্যই আমি ম্যাচের ফল নিয়ে খুশি নই। আমরা জয় চেয়েছিলাম কিন্তু উদ্বেগ আমাদের ক্ষতি করেছে।”
×