ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার পূর্বাঞ্চলে বোমা হামলায় ৩৮ সরকারপন্থী যোদ্ধা নিহত

প্রকাশিত: ২২:২৭, ১৮ জুন ২০১৮

সিরিয়ার পূর্বাঞ্চলে বোমা হামলায় ৩৮ সরকারপন্থী যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার ইরাক সীমান্তবর্তী এলাকায় গত রাতে বোমা বর্ষণে অন্তত ৩৮ সরকারপন্থী বিদেশী সৈন্য নিহত হয়েছে। ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। অবজারভেটরির বরাত দিয়ে খবরে বলা হয়, আল-হারি শহরে এই হামলায় সিরিয়া সরকারের মিত্র বাহিনী যোদ্ধারা নিহত হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বোমা হামলাটিকে এখন পর্যন্ত সরকারপন্থী বাহিনীগুলোর ওপরে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে অবজারভেটরি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে বলা হয়েছে, রাতের বেলার এই হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটকে অভিযুক্ত করা হচ্ছে। ইসলামিক স্টেট (আইএস) কে হঠাতে এই জোটটি গঠন করা হয়েছিল। তবে জোট বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল সন রায়ান বলেন, জোট বাহিনী হামলাটি সম্বন্ধে অবগত। তবে তারা ওই এলাকায় কোন হামলা চালায়নি। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের জোটরা সম্মিলিতভাবে আইএসের বিরুদ্ধে ইউফ্রেটিস নদীর পশ্চিমে যুদ্ধ করছে। অন্যদিকে মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস(এসডিএফ) ও পিকেকে’র সশস্ত্র শাখা ওয়াইপিজি মিলে নদীর পূর্ব তীরে আইএসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। প্রসঙ্গত, সিরিয়া থেকে আইএসের মূল ঘাটিগুলোর বেশিরভাগই পুনর্দখল করে নিয়েছে সরকারি বাহিনী। তবে এখনো ইরাকের সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় জঙ্গি গোষ্ঠীটির দখলে কিছু এলাকা রয়ে গেছে।
×