ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে বন্যায় ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৩৭, ১৮ জুন ২০১৮

ভারতে বন্যায় ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বিগত ২৪ ঘণ্টায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সাম্প্রতিক এই বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আসামে। রাজ্যটিতে এখন পর্যন্ত বন্যায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে ফার্স্টপোস্ট। খবরে বলা হয়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলোতে পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের ছয় জেলা-হোডাই, কার্বিআলং, পশ্চিম গোলাঘাট, করিমগঞ্জ, হাইলাকান্দিও চাচর জেলা। সোমবার আসামের এক কর্মকর্তা বলেন, বন্যার ঢেউয়ের তোড়ে এ পর্যন্ত নয় জন প্রাণ হারিয়েছেন। বারাক উপত্যকায় কাচার, করিমগঞ্জ ও হাইলাকান্দি এই তিনটি দক্ষিণাঞ্চলীয় জেলার বন্যার পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় আসামের ছয়টি জেলার প্রায় সাড়ে চার লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সদস্যরা ছয় হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় দেয়া হয়েছে। সেখানে তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাবার ও নিরাপদ পানি দেয়া হয়েছে।
×