ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত ১৭

প্রকাশিত: ২৩:৫২, ১৮ জুন ২০১৮

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত, আহত ১৭

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় খুলনাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারী (হেল্পার) আব্দুর রহিম (৩৮) ও বাসযাত্রী আরিফ মাহামুদ (৪২) প্রাণ হারিয়েছেন। মৃত আব্দুর রহিম বগুড়া জেলার সুত্রাপুরের বাসেদ এর ছেলে এবং আরিফ মাহামুদ ফরিদপুর জেলার বান্দিনগড়ের আব্দুল গণির এর ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার সকালে প গড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৭ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বাসে আটকে পড়ে থাকা অবস্থায় বাসের হেল্পার আব্দুর রহিমের ডান পা কেটে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া আহতদের মধ্যে আরো ৩জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং রংপুর নিয়ে যাওয়ার পথে বাসের যাত্রী আরিফ মাহামুদ মারা যায়। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
×