ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে বর্তমানে কোনো জটিলতা নেই : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০০:৪৫, ১৮ জুন ২০১৮

বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে বর্তমানে কোনো জটিলতা নেই : প্রবাসী কল্যাণ মন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে বর্তমানে কোন জটিলতা নেই। বর্তমানে মধ্যপ্রাচ্যের কোনো দেশে শ্রমিক প্রেরণ বন্ধ নেই। বর্তমান সরকারের শ্রমকূটনৈতিক প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই বাংলাদেশী কর্মী গমণ করছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও নুরজহান বেগমের পৃথক দুটি প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মন্ত্রী জানান, বিদেশে অধিকহারে কর্মী প্রেরণের লক্ষ্যে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ হতে বিশ্বের ১৬৫টি দশে কর্মী প্রেরণ করা হচ্ছে। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী প্রেরণ করা হয়েছে। বিভিন্ন দেশের শ্রমবাজারে শ্রমিক প্রেরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৫২টি শ্রমবাজার গবেষণার কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গৃহকর্মের পেশায় কর্মী প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালে বিদেশে গমনকারী নারী কর্মীর সংখ্যা ৫৫ হাজার ১৪৯ জন এবং বর্ণিত সময়ে সমস্যার কারণে দেশে ফেরত আসা কর্মীর সংখ্যা ৩৬৯ জন। তিনি জানান, বৈদেশিক কর্মসংস্থানে গমনকারী কর্মীরা প্রতারিত হলে বা দেশে ও বিদেশে সমস্যার সন্মুখীন হলে সরাসরি অভিযোগের পাশাপাশি অনলাইনের মাধ্যমে বিএমইটি/মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করে প্রতিকার পাওয়ার সুযোগ প্রদান করা হয়েছে। তিনি জানান, মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ওমান এবং সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে সেইফ হোম প্রতিষ্ঠা করা হয়েছে। বিদেশগামী নারী কর্মীদের জন্য এক মাসের ট্রেনিং বাধ্যতামূলককরণ করা হয়েছে। বিদেশে গিয়ে ভাষাগত সমস্যার সন্মুখীন যেন হতে না হয় সে লক্ষ্যে এ মন্ত্রণালয়ের উদ্যোগে টিটিসিগুলোতে জাপানিজ ক্যান্টনিজ, আরবি, ইংরেজি ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, সরকারের গৃহীত নানামুখী কূটনৈতিক তৎপরতার ফলে মাধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী কর্মীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও কর্মী প্রেরণের ধারা অব্যাহত রাখতে প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেছে। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের অপরাধের কারণে ৫ হাজার ৩৫ জন বাংলাদেশী গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। আটক বাংলাদেশীদের মুক্তকরণের লক্ষ্যে সরকার সকল ধরণের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এজন্য বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়।
×