ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছুটির পর পুুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

প্রকাশিত: ০০:৪৬, ১৮ জুন ২০১৮

ছুটির পর পুুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৮৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৩ লাখ টাকা বেশি। ঈদের আগে ডিএসইতে ৪৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও শেষটা ছিল পতন দিয়ে। মূলত স্বল্প মূলধনী কোম্পানিগুলোর চাহিদা বাড়ার দিনে বেশ কিছু মৌলভিত্তির শেয়ারও দরবৃদ্ধির তালিকায় উঠে আসে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪১ পয়েন্টে। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, গ্রামীন ফোন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফার্মা এইড, উসমানিয়া গ্লাস, লিগ্যাসি ফুটওয়ার, বাজার্র পেইন্ট ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির তালিকার সেরা কোম্পানিগুলো হলো: মুন্নু সিরামিক, বিডি অটোকার, আলিফ ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস, লিব্রা ইনফিউশন, এপেক্স স্পিনিং, ফার্মা এইড, রংপুর ফাউন্ড্রি, রেনউইক যজ্ঞেশ্বর ও জিকিউ বলপেন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরীজ, দুলা মিয়া কটন, মেঘনা কনডেন্স মিল্ক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বে´িমকো সিনথেটিক, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট, তাল্লু স্পিনিং ও তাকাফুল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।
×