ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দল ভালো না করলে দেশে ফিরতে পারবে না : ম্যারাডোনা

প্রকাশিত: ০৩:২৯, ১৮ জুন ২০১৮

দল ভালো না করলে দেশে ফিরতে পারবে না  : ম্যারাডোনা

অনলাইন ডেস্ক ॥ প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া দল আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়ে চারদিক থেকে সমালোচনার মুখে এখন পুরো আর্জেন্টিনা দল। কেউ মেসির পেনাল্টিকে দুষছে তো কেউ পুরো দলের পারফরমেন্সকে। তবে সাম্পাওলির কৌশলের ওপর দারুণ ক্ষিপ্ত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সাবেক এই বিশ্বজয়ী ফুটবলার যেন রীতিমতো হুমকি দিয়ে বসলেন বর্তমান আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে। বললেন বিশ্বকাপে এভাবে দলকে খেলালে দেশেও প্রবেশ করতে পারবেন না সাম্পাওলি। ভেনেজুয়েলা ও ইতালিয়ান টেলিভিশনে দলের ড্র নিয়ে নিজের মতামত দেওয়ার সময় এভাবেই সাম্পাওলির মুণ্ডু চটকান ২০১০ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোচিং করানো এই কিংবদন্তি। সাম্পাওলির প্রসঙ্গ আসতেই টিভি সাংবাদিকদের ম্যারাডোনা জানান, ‘সে যদি এভাবেই দলকে চালাতে থাকে তবে সে আর দেশে ফিরতে পারবে না। তার কৌশল ছিল সম্পূর্ণ লজ্জাজনক। আমরা জানি যে আইসল্যান্ডের খেলোয়াড়েরা এক একজন ১.৯০ মিটার করে লম্বা, তবুও প্রত্যেকটা কর্নার হাওয়ায় ভাসিয়ে নিয়েছে আমাদের খেলোয়াড়েরা। তবে এখানে আমি খেলোয়াড়দের দোষ দিচ্ছি না। কেন ম্যাচের আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হলো না আমার প্রশ্নটা সেখানেই!’ আর সামনের ম্যাচগুলো নিয়ে এখন থেকেই চিন্তিত ম্যারাডোনা। ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া সম্পর্কে তিনি আরও বলেন, ‘মেসিই যেন তাদের শেষ ভরসা। ক্রোয়েশিয়ার বিপক্ষে সামনে আরও সমস্যা আসছে। আর নাইজেরিয়া এখন পরীক্ষিত দল, গোলের জন্য তারা পাল্টা আক্রমন করবেই।’ আগামী ২১ জুন গ্রুপের একমাত্র জয়ী দল ক্রোয়েশিয়ার সঙ্গে খেলতে নামবে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেই ম্যাচ জিততেই হবে তাদের।
×