ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

Taslima Afroy;###;M.Sc. (First Class 1st), B.Sc. (First Class 9th);###;Achieved: Best Teacher Award, Lecturer in Zoology, ;###;Arambagh High School & College, ;###;Arambagh, Motijheel, Dhaka -1000.;###;e-mail: [email protected]

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা বিষয় : জীববিজ্ঞান

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জুন ২০১৮

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা বিষয় : জীববিজ্ঞান

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণির (বিজ্ঞান) শিক্ষার্থী বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নিও। তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন জীববিজ্ঞান (দ্বিতীয় পত্র) সৃজনশীল নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী অভীক্ষা ১. জেলিফিস কোন্ ধরনের প্রতিসাম্যতা বিশিষ্ট? ক. গোলীয় প্রতিসাম্য খ. অরীয় প্রতিসাম্য গ. দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য ঘ. অপ্রতিসাম্য ২. কোন্ ধরনের প্রাণীর দেহ ‘নলের ভেতর নল’ গঠন দেখা যায়? ক. Hydra খ. Taenia গ. Ascaris ঘ. Metaphire ৩. ভাত মুখ গহ্বরে রাখলে কী ঘটবে? ক. খাদ্য কাইমে পরিণত হবে খ. ইমালসিফিকেশন গ. খাদ্য পলিপেপটাইডে পরিণত হবে ঘ. খাদ্য মল্টোজে পরিণত হবে ৪। মানুষের দেহে যকৃৎ যেভাবে ভূমিকা রাখে তা হলো- i. সকল খাদ্য উপাদান জমা রাখে ii. রক্তের গাঠনিক উপাদান স্থির রাখে iii. অম্ল ও ক্ষারের সাম্যতা বজায় রাখে নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৫. ঘাসফড়িংয়ের দেহে পরিবেশ থেকে দেহকোষ পর্যন্ত O2 এর গতিপথ হলো- ক. শ্বাসরন্ধ্র ট্রাকিয়া অ্যাট্রিয়াম ট্রাকিওল দেহকোষ খ. শ্বাসরন্ধ্র অ্যাট্রিয়ামট্রাকিয়া ট্রাকিওল দেহকোষ গ. শ্বাসরন্ধ্র ট্রাকিওল ট্রাকিয়া অ্যাট্রিয়াম দেহকোষ ঘ. শ্বাসরন্ধ্র ট্রাকিয়া ট্রাকিওল অ্যাট্রিয়াম দেহকোষ ৬. স্থূলতার কারণ হলো- i. জিনগত ব্যাঘাত ii. আশাহীনতা iii. কম্পিউটারে গেম খেলা নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৭. মানুষের রক্তরসে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ কত? ক. ০.৯% খ. ৭-৮% গ. ৮-১০% ঘ. ৯০-৯২% ৮. কার্প জাতীয় মাছ কোন্টি? ক. বোয়াল খ. মৃগেল গ. ইলিশ ঘ. চিতল ৯. রুই মাছের বিশুদ্ধ জিন সংরক্ষিত হয় কোথায়? ক. কাপ্তাই লেক খ. বিলাইছড়ি এলাকা গ. ব্রহ্মপুত্র নদী ঘ. হালদা নদী ১০. RBC-এর বৈশিষ্ট্য হলো- i. রক্তে অম্ল ও ক্ষারের সাম্যতা বজায় রাখে ii. মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী iii. রক্তনালীর অভ্যন্তরে রক্তজমাট রোধ করে নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১১. বাইকাসপিড ভালভের অবস্থান কোথায়? ক. ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংযোগস্থলে খ. বাম ভেন্ট্রিকল থেকে সৃষ্ট অ্যাওটার মুখে গ. বাম অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংযোগস্থলে ঘ. ডান ভেন্ট্রিকলে থেকে সৃষ্ট পালমোনারি ধমনীর মুখে নিচের উদ্দীপকটি পড়ে এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : মেন্ডেলের ২য় সূত্র অনুসারে গোলাকার হলুদ ও কুঞ্ছিত সবুজ মটরের মধ্যে ক্রস ঘটানো হলো। ১২. উদ্দীপকে ক্রসে উৎপন্ন কুঞ্চিত সবুজের শতকরা হার কত? ক. ৫৬.২৫ খ. ২০.০০ গ. ১৮.৭৫ ঘ. ৬.২৫ ১৩. উদ্দীপকের ক্রসে সৃষ্ট গোলাকার সবুজ মটরের জিনোটাইপ কেমন? i. RRyy ii. Rryy iii. rryy নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও : আমাদের মস্তিষ্কে মটর দানার মতো একটি গ্রন্থি আছে, যা আমাদের দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ১৪. উদ্দীপকের গ্রন্থি থেকে নিঃসৃত উপাদান কোন্টি? ক. ইনসুলিন খ. এস্ট্রোজেন গ. অক্সিটোসিন ঘ. ক্যালসিটোনিন ১৫. উদ্দীপকের গ্রন্থিটির ক্ষেত্রে বলা যায়- i. এটি সবচেয়ে ছোট গ্রন্থি ii. এ থেকে ACTH নিঃসৃত হয় iii. এটি প্রোটিন সংশ্লেষ উদ্দীপ্ত করে নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১৬. মাছের স্রোতের দিকে চলন কী ধরনের ট্যাক্সিস? ক. থিগমোট্যাক্সিস খ. গ্যালভানো ট্যাক্সিস গ. রিওট্যাক্সিস ঘ. নেমোট্যাক্সিস ১৭. ভ্রুণদেহে প্রতিঘন মিলিমিটারে RBC-i সংখ্যা কত ক. ৪৫ লক্ষ খ. ৫০ লক্ষ গ. প্রায় ৬৫ লক্ষ ঘ. প্রায় ৮৫ লক্ষ ১৮. অনৈচ্ছিক পেশী পাওয়া যায়- i. গলবিলে ii. রক্তনালিতে iii. জরায়ুতে নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১৯. স্তন্যপায়ী যুগ কোন্টি ক. প্যালিওজয়িক খ. আরকিওজয়িক গ. মেসোজয়িক ঘ. সিনোজয়িক ২০. মস্তিষ্কের কোন অংশ মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়? ক. থ্যালামাস খ. হাইপোথ্যালামাস গ. সেরেবেলাম ঘ. মেড়ুলা অবলংগাটা ২১.মানবদেহে কশেরুকার সংখ্যা কয়টি? ক. ৩৩টি খ. ৩০টি গ. ২৪টি ঘ. ১২টি ২২. কোনটি বাহুর অস্থি? ক. টিবিয়া খ. টারসাল গ. আলনা ঘ. ফিমার ২৩. লোহিত রক্ত কণিকা তৈরি হয় কোথা থেকে i. যকৃৎ ii. হিমোসাইটোব্লাস্ট iii. কশেরুকা নিচের কোন্টি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ২৪. দুই কশেরুকার মাঝে কোন ধরনের তরণাস্থি থাকে? ক. ক্যালসিফাইড খ. শ্বেত তন্তুময় গ. পীততন্তুময় ঘ. হায়ালিন ২৫. কার্বন ডাই-অক্সাইড পরিবহনে অংশ নেয় কোন্টি? ক. মনোসাইট খ. লিম্ফোসাইট গ. এরিথ্রোসাইট ঘ. থ্রম্বোসাইট উত্তরমালা ১.ক ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০. ঘ ২১.গ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক। . জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল প্রশ্ন ১. আমাদের দেহে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণের জন্য কতকগুলো অঙ্গ আছে। যাদেরকে সংবেদী অঙ্গ বলে। এর মধ্যে চোখ ও কান বেশ গুরুত্বপূর্ণ। ক. ওটিটিস মিডিয়া কী? খ. অ্যালভিওলাসের গঠন লেখ? গ. উদ্দীপকের আলোকে সংবেদী অঙ্গটির লম্বচ্ছেদ এর চিহ্নিত চিত্র অঙ্কন কর। ঘ. উদ্দীপকের শ্রবণ সংবেদনী অঙ্গটি দেহের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে- উক্তিটি বিশ্লেষণ কর। ২. স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মাওলা সাহেব দেখলেন যে, তার স্ত্রী লাল-সবুজ রঙের পার্থক্য করতে পারে না। ক. পলিজিন কী? খ. হিউমোরাল ইমিউনিটি বলতে কী বোঝ? গ. উদ্দীপকের দম্পত্তির কোন সন্তান কী বর্ণান্ধ হতে পারে? জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। ঘ. তোমার মতে কী ধরনের সতর্কতা নিলে মাওলা সাহেবের ছেলের ঘরের নাতি-নাতনি বর্ণান্ধ হবে না। ৩. একটা সময়ে বাংলাদেশ প্রাণিবৈচিত্র্যে ভরপুর ছিল। কিন্তু নানাবিধ কারণে প্রাণিকুলের বৈচিত্র্যতায় বিপর্যয় নেমে আসে। মূলত বিরূপ পরিবেশ একটি প্রাণীর অস্তিত্বেকে সঙ্কটাপন্ন করে তোলে। নিচে এ ধরনের দুটি প্রাণীর চিত্র লক্ষ্য কর। ক. স্কে¬রাইট কী? খ. প্রজাপতির রক্ত বর্ণহীন কিন্তু ব্যাঙের রক্ত লাল হওয়ার কারণ উল্লেখ কর। গ.বাংলাদেশের প্রাণী বৈচিত্র্যতায় ঊক্ত অবস্থা সৃষ্টির কারণ কি? ঘ. পরিবেশের ভারসাম্যতা নিয়ন্ত্রণে চিত্রের প্রাণী দুটি রক্ষা করা অতি জরুরী- যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন কর। ৪. মিষ্টি ঘাসের উপর একটি এন্টেনাধারী সন্ধিপদী প্রাণী দেখতে পেল। এর দেহ মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত এবং এর রক্তসংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। প্রাণীটির প্রধান আলোক সংবেদী অঙ্গ তাকে দেখতে সহায়তা করে। তবে প্রাণীটি ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করে চলাফেরা করতে পারে। ক. Star Fish কোন্ পর্বের প্রাণী? খ. সকল মেরুদন্ডী কর্ডেট হলেও সকল কর্ডেট মেরুদন্ডী নয় কেন? গ. উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রকে মুক্ত প্রকৃতির বলার কারণ ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের প্রাণীটির দিনের আলোতে দর্শন কৌশল বিশ্লেষণ কর। ৫. রাইমের বাবার বুকে নিচে চিত্রিত অঙ্গের ত অংশের সঙ্কোচনের হার দ্রুত কমে যাওয়ায় একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্ট সার্জন তার বুকের চামড়ার ঠিক নিচে একটি যন্ত্র স্থাপন করে তাকে সুস্থ করলেন। ক. সিপিআর কী? খ. হিমোগ্লোবিনকে শ্বাসরঞ্জক বলার কারণ কী? গ. X হতে Y অংশে রক্ত সঞ্চালনের কৌশলগত দিক তুলে ধর। ঘ. Z অংশের সঙ্কোচনে রাইমের বাবার বুকে স্থাপিত যন্ত্রটির কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ কর। ৬. মানুষের উদর গহ্বর ঠিক পিছনের দিকে মেরুদন্ডের দু’পাশে একটি করে মোট দুটি শিমের বিচি আকৃতির খয়েরি রঙের অঙ্গ রয়েছে। অঙ্গটি মানুষের রক্ত পরিশোধনসহ দেহে পানির ভারসাম্যতা রক্ষায় বিশেষ অবদান রাখে। ক. অ্যানজাইনা কী? খ. করোনারি এনজিওগ্রাম ও বাইপাস সার্জারি কখন করা হয়? গ. উদ্দীপকের নির্দেশিত অঙ্গটির গঠনগত ও কার্যগত এককের বর্ণনা দাও। ঘ. উক্ত অঙ্গটি মানুষের দৈহিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৭. শ্রেণিকক্ষে শিক্ষক বললেন যে, পরিবেশের বায়ূস্থ o2 রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করে গ্লুকোজ জাতীয় খাদ্যবস্তুও সম্পূণ জারণ ঘটায়। ফলে গতিশক্তি, পড়২ ও পানি উৎপন্ন হয়। এর ফলে দেহে গ্যাসীয় পদার্থে সমতা নিয়ন্ত্রিত হয় এবং বিপাকীয় ক্রিয়াদি সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। ক. শ্বসন কী? খ. শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা লেখ। গ. রক্তের মাধ্যমে উদ্দীপকের বিষাক্ত গ্যাসটির পরিবহন কৌশল ব্যাখ্যা কর। ঘ. সকল প্রকৃত কোষীয় জীবে উদ্দীপকের প্রক্রিয়াটি অপরিহার্য- উক্তিটির বিশ্লেষণ কর। ৮. শিমুল ও তমাল দুর্ঘটনায় শিকার হলো। এতে করে শিমুলের বাম অগ্রবাহুতে চোট পাওয়ায় বেশ কয়েকটি অস্থি ফেটে গেল। তমালের পিঠে আঘাত পাওয়ায় তার সুষুস্মাকান্ডকে ঘিরে রাখা অস্থির কয়েকটির সামান্য স্থানচ্যুতি ঘটল। ক. সেন্ট্রামের পৃষ্ঠীয় দিকে অবস্থিত নালিকে কী বলে? খ. অস্থিসন্ধি বলতে কী বুঝ? গ. শিমুলের আঘাতপ্রাপ্ত অস্থিগুলোর ব্যাখ্যা দাও। ঘ. তমালের আঘাতপ্রাপ্ত অস্থিসমূহ আমাদের দেহে কী ভূমিকা পালন করে-বিশ্লেষণপূর্বক মূল্যায়ন কর।
×