ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে অনলাইন এ্যাক্টিভিস্টকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৭:৫১, ১৯ জুন ২০১৮

 টাঙ্গাইলে অনলাইন এ্যাক্টিভিস্টকে পিটিয়ে আহত

বিডিনিউজ ॥ টাঙ্গাইলের ঘাটাইলে ঝড়ে তিন দিন পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যুর প্রতিবাদ করায় একজন লেখক ও অনলাইন এ্যাক্টিভিস্টকে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। আহত মেহেদী হাসান মঞ্জুকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুরুতর আহত জানিয়ে ঢাকা মেডিক্যালের অর্থোপেডিক চিকিৎসক আব্দুল্লাহেল হিমু সাংবাদিকদের বলেন, মেহেদীর বাঁ হাতের হাড় ভেঙ্গে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। সোমবার সকালে মেহেদীর নিজের গ্রাম ঘাটাইলের আলু পাকুটিয়ায় তার ওপর হামলা হয়। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন মেহেদী সাংবাদিকদের বলেন, তাদের গ্রামের প্রভাবশালী ব্যক্তি গোলাম মোস্তফা তার ছেলে এবং ভাই-ভাতিজাসহ অনুসারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় মেহেদীর বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় মোস্তফাসহ আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি শুনেছি। মামলা নেয়ার জন্য বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী হাসান থাকেন ঢাকার খিলক্ষেতে। দেহঘড়ি নামের একটি স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় কাজের পাশাপাশি ফেসবুক ও ব্লগে লেখালেখি করেন তিনি।
×