ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ জুন ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই রয়েছে টেস্ট সিরিজ। সে কারণে সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে পেসার আবু জায়েদ রাহী। তবে ইনজুরির কারণে স্ট্যান্ডবাই তালিকায় আছেন পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিস করা অধিনায়ক সাকিব। আর দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তানবীর হায়দার, আব্দুর রাজ্জাক, নাঈম হাসান। ৪ জুলাই এন্টিগাতে প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ টেস্ট দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই ॥ ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান।
×