ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি ফুটবল দলকে বহনকারী বিমানে আগুন!

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ জুন ২০১৮

অনলাইন ডেস্ক ॥ রাশিয়া বিশ্বকাপে সৌদি ফুটবল দলকে বহনকারী রাশিয়ান এয়ারলাইন্সের এয়ারবাসের ইঞ্জিনে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্য আকাশেই বিমানটিতে আগুন ধরে যায়। সৌদি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিমানটির একটি ইঞ্জিনে সামান্য ত্রুটির পর সৌদি ফুটবল দলের সবাই নিরাপদ আছে। রোস্তভ-অন-ডন বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছে। উল্লেখ্য, আগামীকাল বুধবার রোস্তভে উরুগুয়ের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সৌদি আরব। টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটির পাখার নিচে ইঞ্জিনে আগুন জ্বলছে। বিমানটি রাশিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩১৯। বিমান সংস্থা রোশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইঞ্জিনের ভেতর একটি পাখি ঢুকে যাওয়ায় এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেন্ট পিটার্সবার্গ থেকে ছেড়ে আসা এফভি১০০৭ ফ্লাইটি বিমানবন্দরে অবতরণ করেছে। সূত্র ॥ ডেইলি মিরর
×