ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাবেক ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

প্রকাশিত: ১৯:১৭, ১৯ জুন ২০১৮

সাবেক ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অনলাইন ডেস্ক॥ ইসরাইলের মন্ত্রীসভার সাবেক এক সদস্যের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। পূর্বে একবার মাদক পাচারের চেষ্টা করার অভিযোগে তাকে বন্দি করা হয়েছিল। খবর - আল জাজিরা। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সংস্থা শিন বেত সোমবার জানিয়েছে, গোনেন সেগেভকে ইসরাইলের শত্রুকে যুদ্ধে সহায়তা করা ইসরাইলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে মে মাসে গ্রেফতার করা হয়। সেগেভ ’৯০ এর দশকে ইসরাইলের জ্বালানি-মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে পরবর্তীতে ২০০৫ সালে মাদক পাচার ও ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি এক চুক্তির আওতায় তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো স্বীকার করেন। ২০০৭ সালে চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পরপরই তিনি ইসরাইল ত্যাগ করেন। সম্প্রতি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তিনি নাইজেরিয়ায় বাস করছিলেন। তবে মে মাসে ‘ইকুয়াটোরিয়াল গিনিতে’ এক সফর করার সময় তাকে গ্রেফতার করা হয় ও ইসরাইলে ফেরত পাঠানো হয়। শিন বেত জানায়, সেগেভ ইরানী গোয়েন্দা সংস্থার একজন গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং ইসরাইলের জ্বালানি বাজারে ও নিরাপত্তা বিষয়ক সাইটগুলো সম্বন্ধে তথ্য পাচার করছিলেন। তার পাচার করা তথ্যের মধ্যে রয়েছে, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংগঠনগুলোর ঠিকানা ও কর্মকর্তাদের পরিচয়। শিন বেত আরো জানিয়েছে, ইসরাইলের কয়েকজন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে ইরানী গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন সেগেভ। সাক্ষাতের সময় ইরানিদের ব্যবসায়ী বলে পরিচয় করিয়েছিলেন তিনি।
×