ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হঠাৎ বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ক্রোয়েশিয়ান কালিনিচ!

প্রকাশিত: ১৯:২৫, ১৯ জুন ২০১৮

হঠাৎ বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ক্রোয়েশিয়ান কালিনিচ!

অনলাইন ডেস্ক ॥ ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলের সদস্য হয়েও বিশ্বকাপ খেলা হলো না ক্রোয়েশিয়ান স্ট্রাইকার নিকোলা কালিনিচের। হঠাৎ করেই আজব এক কারণে রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়ান দল থেকে বাদ পড়েছেন তিনি। জানা যায়, কোচের নির্দেশের পরও মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় দল থেকে বাদ দেওয়া হয়েছে এই স্ট্রাইকারকে। ঘটনাটি ঘটে গত ১৬ জুন, গ্রুপ ‘ডি’ তে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে ক্রোয়েশিয়া।ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় মদ্রিচ-রাকিটিচরা। কিন্তু সেই ম্যাচের ৮৫তম মিনিটে কোচ জ্লাতকো দালিচ কালিনিচকে মাঠে নামতে বলার পরই মূলত বিপত্তি বাধে। সঙ্গে সঙ্গে এসি মিলান তারকা মাঠে নামতে অস্বীকৃতি জানান। কালিনিচ কোচকে জানান, তার পিঠে এখনো চোট রয়েছে, তাই তিনি নামতে পারবেন না। পরে মাঠে না নেমে তিনি বেঞ্চে বসে থাকেন। তার বদলে মার্কো পিয়াৎসাকে নামানো হয়। জানা যায়,কালিনিচ মাঠে না নামার কারণেই কোচ তার ওপর ক্ষুব্ধ হন। জ্লাতকো দালিচ ম্যাচ শেষে বলেন, ‘আমরা ম্যাচটি শেষ করেছি কিছু সমস্যা নিয়ে।’ ক্রোয়েশিয়ান মিডিয়ার মতে এটাই কালিনিচের মাঠে না নামার সমস্যার কথা। ইতোমধ্যে কালিনিচকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে পিঠের চোটের কথাই বলা হচ্ছে।
×