ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার মানবিজে টহল শুরু করেছে তুর্কি বাহিনী

প্রকাশিত: ১৯:৫০, ১৯ জুন ২০১৮

সিরিয়ার মানবিজে টহল শুরু করেছে তুর্কি বাহিনী

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের উপকন্ঠজুড়ে মার্কিন সহযোগিতায় টহল দেয়া শুরু করেছে তুর্কি বাহিনী। এই মাসের শুরুর দিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল। এরপর, সোমবার টহল শুরু করার ঘোষণা শোনা যায়। প্রসঙ্গত, তুরস্ক কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, সোমবার মানবিজ ও এর পার্শ্ববর্তী এলাকায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে তুর্কি সেনাবাহিনী। গত দুই বছরে সিরিয়ায় চালানো বিভিন্ন অভিযানে এই অঞ্চলগুলোতে বেশ প্রভাব সৃষ্টি করেছে তুরস্ক। এক টুইটে সেনাবাহিনী জানায়, পূর্বে সম্মত হওয়া মানবিজ রোডম্যাপ এন্ড প্রিন্সিপালস অনুসারে, তুর্কি সশস্ত্র বাহিনী ও মার্কিন সশস্ত্র বাহিনীর সেনারা মানবিজ ও (তুরস্ক- নিয়ন্ত্রিত) এলাকার মধ্যকার রেখায় স্বাধীনভাবে টহল কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট এক সমাবেশে দেয়া ভাষণে বলেন, আমরা আগেই বলেছি যে, ওই সন্ত্রাসী সংগঠনটি মানবিজ ছেড়ে যাবে। আমরা মানবিজে টহল অভিযান শুরু করা নিয়ে কথা বলেছি। আনকারা অনুসারে, তুর্কি মানবিজ ও তুরস্ক-নিয়ন্ত্রিত এলাকায় ১৯০জন সেনা মোতায়েন করেছে। ৫ জুলাইয়ের মধ্যে সেখানে আরো সেনা মোতায়েন করা হবে।
×