ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরমাণু বোমা হামলায় লুকাতে তৈরি হচ্ছে বিলাসবহুল বাংকার

প্রকাশিত: ২১:৫৫, ১৯ জুন ২০১৮

পরমাণু বোমা হামলায় লুকাতে তৈরি হচ্ছে বিলাসবহুল বাংকার

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের নানা দেশ তৈরি করছে পরমাণু বোমা। আর এসব পরমাণু বোমা হামলা চালানো হলে তা মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনবে। বোমার তেজস্ক্রিয়তায় ক্ষয়ক্ষতির শিকার হবে কোটি কোটি মানুষ। আর সেই মানুষদের তালিকায় কোনোভাবেই থাকতে চান না বিলিয়নেয়াররা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরেও পরমাণু হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে বাংকার। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সবগুলো বাড়িতেও এমন বাংকার বসানো হয়েছে বলে জানা যায়। অনুরূপভাবে আরো বিলিয়নেয়াররা তাদের সম্পত্তিতে নিজস্ব বাংকার স্থাপন করছেন। অতীতেও স্নায়ুযুদ্ধের সময় বিশ্বের নানা স্থানে বাংকার স্থাপিত হয়েছিল। তবে সেসব বাংকার মোটেই বর্তমানের বাংকারের মতো নয়। অতীতের বাংকারগুলো ছিল একেবারেই কংক্রিট আর স্টিলের। সেগুলোতে মানুষ কিছুদিন থাকলে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমান বাংকারগুলোর ভেতরের সজ্জা অনেক উন্নত। আধুনিক বাংকারগুলোতে বসানো হচ্ছে উন্নতমানের কৃত্রিম আলো, সুইমিং পুল, খেলাধুলার ব্যবস্থা ও কৃত্রিম জানালা। অনেক বাংকার দেখে মনেই হবে না যে, এটি মাটির নিচে অবস্থিত।
×