ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

প্রকাশিত: ০০:৪৬, ১৯ জুন ২০১৮

বাগেরহাটে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের কুমাড়িয়াঝোলা গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে বিভাষ মৃধা (৪৯) নামে এক হতদরিদ্র কৃষক নিহত হয়েছেন। এসময় সুভাষ তালুকদার (৪৮) নামে ওপর এক কৃষক গুরুতর আহত হন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে নিহত বিভাষ মৃধা কুমাড়িয়াঝোলা গ্রামের মৃত রমেন মৃধার ছেলে। এক মেয়ের জনক নিহত বিভাষ ক্ষেত মজুরের কাজ করতেন। এদিকে জেলার মোংলা উপজেলার জয়মুনি কাটাখাল এলাকায় বজ্রপাতে শ্রীদেবী (৩০) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রীদেবী কাটাখাল এলাকার সুজিতের স্ত্রী। তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার সকালে কুমাড়িয়াঝোলা গ্রামের বাসিন্দা শুভাষ তালুকদার মোরেলগঞ্জের পানগুছি নদী সংলগ্ন তার মৎস্য ঘেরে মাটি কাটার জন্য বিভাষকে ডেকে আনেন এবং দু’জন মিলে ঘেরের বাঁধ ঠিক করার জন্য মাটি কাটতে থাকেন। দুপুরে আকস্মিক বজ্রপাতে বিভাষ মৃধা নিহত এবং সুভাষ তালুকদার আহত হন। বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিৎকিসক মশিউর রহমান জানান, বজ্রপাতে নিহত বিভাষ মৃধার হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আহত শুভাষ তালুকদারকে চিকিৎসা দেয়া হচ্ছে।
×