ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদ হার এক অংকে ॥ ইসলামী ব্যাংককে এফবিসিসিআই’র অভিনন্দন

প্রকাশিত: ০২:৪৯, ১৯ জুন ২০১৮

সুদ হার এক অংকে  ॥ ইসলামী ব্যাংককে এফবিসিসিআই’র অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উন্নয়নের ক্রমবর্ধমান ধারাকে উৎসাহিত ও বেগবান করতে বিনিয়োগে ঋণের সুদের হার একক অংকে (সিঙ্গেল ডিজিটে) নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক। একারণে ব্যাংটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এফবিসিসিআই। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আবেদন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়া দিয়ে বিনিয়োগ ঋণের সুদের হার আগামি ১ জুলাই ২০১৮ থেকে কমিয়ে আনায় ইসলামী ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যবসায়ী নেতৃবৃন্দ সš‘ষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান তারা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রার এ গৌরবময় মুহুর্তে দেশে যখন ব্যাপক ও বহুমাত্রিক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে তখন বিনিয়োগ ও কর্মসংস্থানের অন্যতম পূর্বশর্ত বিনিয়োগে ঋণের সুদহার হ্রাস সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়কে উৎসাহিত করবে ও তাদের আস্থা বৃদ্ধি করবে। ইসলামী ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকও ব্যবসা ও শিল্প-বান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং আমদানি-রপ্তানি কার্যক্রমকে গতিশীল করতে ঋণের সুদহার কমিয়ে আনবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা করছেন। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়টিতে বিশেষ নজর রাখবে বলে আশা করছেন তারা।
×