ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুল ব্যাংকিংয়ে আমানতের ৮৫ শতাংশই বেসরকারি ব্যাংকে

প্রকাশিত: ০২:৫৬, ১৯ জুন ২০১৮

স্কুল ব্যাংকিংয়ে আমানতের ৮৫ শতাংশই বেসরকারি ব্যাংকে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্কুল ব্যাংকিংয়ে সরকারি ব্যাংকগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। তাছাড়া গ্রামের ছেলেমেদের তুলনায় শহরাঞ্চলের ছাত্র-ছাত্রীদের এ কার্যক্রমে বেশি আগ্রহ। স্কুল ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন থেকে দেখা যায়, গত মার্চ পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে খোলা ১৪ লাখ ৬১ হাজার ৮০৬টি স্কুল ব্যাংকিং হিসাবের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোতে খোলা হয়েছে ৯ লাখ ৯৩৬টি যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ৬১.৬৩ শতাংশ। এসব হিসাবের বিপরীতে প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা আমানত রাখা আছে যা এখাতের মোট আমানতের ৮৫.৩০ শতাংশ। যেখানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা সবগুলো হিসাবে জমা আছে ১ হাজার ৪৪১ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে রাস্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ২৯.২৮ শতাংশ স্কুল ব্যাংকিং হিসাব খোলা হলেও ওই হিসাবগুলোতে আমানতের স্থিতি ১১.৮৯ শতাংশ। তাছাড়া স্কুল ব্যাংকিংয়ের আওতায় খোলা হিসাব সংখ্যার দিক দিয়ে শহরাঞ্চলে ৬১.৩৩ শতাংশ এবং জমাকৃত আমানত ৭৬.২০ শতাংশ। আবার মোট হিসাবগুলোর মধ্যে ছাত্রদের হিসাব সংখ্যা ৫৮ শতাংশ এবং জমাকৃত অর্থের দিক দিয়ে ছাত্রদের আমানত ৫৪.৭৪ শতাংশ। জানা গেছে, বাংলাদেশে কার্যরত ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে মোট ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
×