ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলম্বিয়াকে ২-১ গোলে হারালো জাপান

প্রকাশিত: ০৩:১৫, ১৯ জুন ২০১৮

কলম্বিয়াকে ২-১ গোলে হারালো জাপান

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপে প্রথমবারের মতো এশিয়ান দল হিসেবে দক্ষিণ আমেরিকার কোন দেশকে হারিয়ে ইতিহাস গড়লো জাপান। বিশ্বকাপে গ্রুপ 'এইচ'র প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করেছে এশিয়ার এই ফুটবল পরাশক্তি। এর আগে দক্ষিণ আমেরিকার কোন দলের বিপক্ষে বিশ্বকাপের আসরে জয়ের দেখা পায়নি জাপান। অথচ কলম্বিয়া ও জাপানের মধ্যকার লড়াইয়ের শুরুটা হয়েছিলো দুর্ঘটনা দিয়ে। ম্যাচের বয়স তখন মাত্র ৩ মিনিট। কলম্বিয়ার রক্ষণ ভেঙ্গে জালে বল জড়াতে শট নিলেন জাপান অ্যাটাকিং মিডফিল্ডারর সিনঝি কাগাওয়া। শটটি জালে চুমু খাওয়ার আগে কলম্বিয়া ডিফেন্ডার কার্লোস সানচেজের বাহু ছুয়ে গেল। অমনি বেজে উঠলো রেফারির বাঁশি। রাদামেল ফ্যালকাওদের চোখে মুখে তখন রাজ্যের ভাবনা। ভাবনাটি ছিলো মূলত দুটি কারণে। একটি লাল কার্ডের। আর অপরটি ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার। দু:খজনকভাবে দু’টি ভাবনাই বাস্তুবে রুপ নিল। প্রথমটি রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখে ম্যাচ থেকে ছিটকে গেলেন কার্লোস সানচেজ। এই লাল কার্ডটি আবার বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে হলো।আর ৬ মিনিটে পেনাল্টিতে শিনঝি কাগাওয়ার পেনাল্টি গোলে ১-০ তে পিছিয়ে গেল কলম্বো। কার্লোসকে হারিয়ে হোসে পেকারম্যানের দল ১০ জনে পরিণত হলো সত্যিই কিন্তু মনোবল হারালো না এক বিন্দুও। বরং দ্বিগুণ উৎসাহে ঝাপিয়ে পড়লো ম্যাচে ফিরতে। বারবারই আক্রমণের পসরা সাজিয়ে হানা দিল জাপান সীমানায়। তাতে ফলাফলটা তাৎক্ষণিক এল না সত্যিই। কিন্তু এসেছে প্রথমার্ধের শেষের দিকে। ফ্রি-কিক থেকে দলকে ১-১ এ সমতায় ফেরালেন হুয়ান কোয়েন্তেরো। কলম্বোর শক্তি বাড়াতে দ্বিতীয়ার্ধের খেলায় কোয়ান্তেরোর বদলি নামানো হলো গেল বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী হামেস রদ্রিগেসকে। নেমেই দলকে লিড এনে দিতে উদ্যত হলেন হামেস। সুযোগও পেয়েছিলেন বেশ কয়েকটি। কিন্তু জাপানের শক্তিশালী রক্ষণ তাকে বারবারই প্রতিহত করেছে। হামেসের সাথে ব্যবধান বাড়াতে একাধীকবার অলঅ্যাটাক আক্রমণে গিয়ে সূর্যদয়ের দেশ জাপান দূর্গে আঘাত হেনেছেন দলের আক্রমণ ভাগ। কিন্তু লাভ হয়নি। বারবারই তাদের রিক্ত হাতে ফিরতে হয়েছে। তবে রিক্ত হাতে ফিরতে হয়নি জাপানকে। বারবার করা আক্রমণের ফসল তারা ঘরে তুলেছে ৭৩ মিনিটে। কর্ণার থেকে আসা অভিজ্ঞ কেইসুকি হোন্ডার অসাধারণ ক্রসটি হেড দিয়ে জালে জড়িয়ে জাপানকে ২-১ এ ব্যবধান এনে দেন ইয়ুইয়া ওসাকো। ব্যবধানটি ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখে লাতিনদের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের উল্লাসে মেতে মাঠ ছাড়ে জাপান।
×