ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বজ্রপাতে গৃহবধূ ও কৃষকের মৃত্যু, আহত ৩

প্রকাশিত: ০৫:১০, ২০ জুন ২০১৮

বাগেরহাটে বজ্রপাতে গৃহবধূ ও কৃষকের মৃত্যু,  আহত ৩

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে স্বপ্না রানী ম-ল নামে এক গৃহবধূ (৪০) ও বিভাষ মৃধা নামে (৪৯) এক কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হন তিনজন। মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কুমাড়িয়াঝোলা গ্রামে দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে হতদরিদ্র কৃষক বিভাষ মৃধা মারা যান। তখন সুভাষ তালুকদার (৪৮) নামে ওপর এক কৃষক গুরুতর আহত হন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মেয়ের জনক নিহত বিভাষ মৃধা কুমাড়িয়াঝোলা গ্রামের মৃত রমেন মৃধার ছেলে। অপরদিকে, একই সময়ে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কাপালিবন্দর এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্বপ্না রানী মন্ডল (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি এ গ্রামের বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী। এ সময় অপর এক গৃহবধূ আহত হন। এদিকে জেলার মোংলা উপজেলার জয়মুনি কাটাখাল এলাকায় বজ্রপাতে শ্রীদেবী (৩০) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রীদেবী কাটাখাল এলাকার সুজিতের স্ত্রী।
×