ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু সমঝোতাকে বাঁচাতে হবে: ইতালি

প্রকাশিত: ২০:৩৬, ২০ জুন ২০১৮

পরমাণু সমঝোতাকে বাঁচাতে হবে: ইতালি

অনলাইন ডেস্ক ॥ ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মোয়াভেরো বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষা করা অত্যন্ত জরুরি। ইতালি সফররত ইরানের পররাষ্ট্র বিষয়ক স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান কামাল খাররাজির সঙ্গে সম্প্রতি এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এনজো জানান, ইউরোপীয় ইউনিয়ন পরিপূর্ণ সমর্থন নিয়ে ইরানের পরমাণু সমঝোতার পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ইরানের পরমাণু সমঝোতা হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় রকমের সফলতা। বৈঠকে শেষে কামাল খাররাজি ইরানের বার্তা সংস্থা ইরনাকে বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু এবং পরমাণু সমঝোতা নিয়ে তারা কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন সরকার গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা রক্ষার চেষ্টা করছে। তবে ইরান এ ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর নিশ্চিত অবস্থান ঘোষণার আহ্বান জানিয়েছে। কামাল খাররাজি বলেন, পরমাণু সমঝোতার রক্ষার জন্য শুধু রাজনৈতিক অবস্থান যথেষ্ট নয়। তিনি আশা করেন, পরমাণু সমঝোতা রক্ষার জন্য ইউরোপের দেশগুলো বাস্তব উপায় খুঁজে বের করবে।
×