ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইসরাইলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

প্রকাশিত: ২০:৩৯, ২০ জুন ২০১৮

সিরিয়ায় ইসরাইলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার কুনিত্রার অদূরে আল-হাযার উপশহরে একটি ইসরাইলি গোয়েন্দা ড্রোন আজ বুধবার বিধ্বস্ত হয়েছে। অধিকৃত গোলান মালভূমির সঙ্গে এই এলাকাটির সীমান্ত রয়েছে। দখলদার ইসরাইলের চ্যানেল টুয়েন্টি ফোর এই খবর দিয়েছে। টিভির খবরে বলা হয়েছে, ড্রোনটি সিরিয় ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, বিধ্বস্ত ড্রোনটি তাদের কাছে রয়েছে। তবে সেনাবাহিনীর গুলিতে সেটি বিধ্বস্ত হয়েছে কি না তা স্পষ্ট করা হয় নি। সিরিয়ার সামরিক বাহিনী কুনিত্রা প্রদেশে অভিযান অব্যাহত রেখেছে। সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।কুনিত্রায় সেনবাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই ইসরাইল সেখানে ড্রোন পাঠিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইহুদিবাদী ইসরাইল তাকফিরি সন্ত্রাসীদের সমর্থনে এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সেনাবাহিনীর ওপর এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।
×