ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুতিনের আমন্ত্রণে খেলা দেখতে রাশিয়ায় ব্লাটার

প্রকাশিত: ২২:০০, ২০ জুন ২০১৮

পুতিনের আমন্ত্রণে খেলা দেখতে রাশিয়ায় ব্লাটার

অনলাইন ডেস্ক ॥ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় পৌঁছেছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাবেক সভাপতি সেপ ব্লাটার। ধারণা করা হচ্ছে, বুধবার পর্তুগাল-মরক্কোর মধ্যে অনুষ্ঠেয় ম্যাচটি তিনি (ব্লাটার) মাঠে বসে উপভোগ করবেন। নৈতিকতা লঙ্ঘনের দায়ে ২০১৫ সালের ডিসেম্বরে ৮ বছরের জন্য ফুটবলের সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন সুইস সংগঠক সেপ ব্লাটার। পরবর্তীতে তা কমিয়ে ৬ বছর করা হয়। ফুটবলের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকলেও ব্লাটারের বিরুদ্ধে ম্যাচ দেখা নিয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রথম থেকে দোষ অস্বীকার করে আসা ব্লাটার গত সপ্তাহেই একটি সংবাদ মাধ্যমকে জানান, রাশিয়া সফরে পুতিনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে তার। বুধবারের ম্যাচ ছাড়াও শুক্রবার (২২ জুন) সেইন্ট পিতার্সবুর্গে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচও উপভোগ করবেন ৮২ বছর বয়সী ফিফার সাবেক সভাপতি। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ১৭ বছর ফিফা প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ব্লাটার। এর মধ্যে ২০০২, ২০০৭, ২০১১ ও ২০১৫ সালে ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন সুইস এ সংগঠক।
×