ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বিষপানে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ০২:০৮, ২০ জুন ২০১৮

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বিষপানে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে বন্যা আকতার (৫) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বন্যা ওই গ্রামের বেলাল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে বন্যা আকতার খেলতে যায়। একপর্যায়ে সে পুকুরের পাড় থেকে পানিতে পড়ে যায়। অনেক খোজাখুজির পর দুপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এছাড়া ওই উপজেলার নলছিয়া গ্রামে কাকলি বেগম (২২) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার সকালে তাকে অসুস্থ অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাকলী ওই গ্রামের মজনু মিয়ার স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মঙ্গলবার গভীর রাতে সে বিষপান করে। এতে সে গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই সে মারা যায়।
×