ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার-২

প্রকাশিত: ০২:৫৯, ২০ জুন ২০১৮

আদমদীঘিতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেফতার-২

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি থেকে কলেজ ছাত্রী অপহরনের ৪ দিন পর বুধবার নওগাঁর বদলগাছী থেকে উদ্ধার করেছেন পুলিশ। এঘটনায় কলেজ ছাত্রীর চাচা উপজেলা সদরের তালশন গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরন মামলা দায়ের করেন। পুলিশ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে আরমান ও নওগাঁর বদলগাছীর রোকনপুর গ্রামের বছির উদ্দীনের ছেলে শফিকুল আলম সাবুকে গ্রেফতার করে বুধবার বগুড়ার আদালতে পাঠিয়েছেন। জানা গেছে, আরমান হোসেন মোবাইল ফোনে আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের মেয়ে; হাজী তাছের উদ্দীন মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমা আকতার(১৬) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। বিষয়টি সম্প্রতি রুমার পরিবার জানতে পারে। পরে আরমান হোসেন ও তার পরিবারকে কোন যোগাযোগ না করার জন্য মোবাইল ফোনে নিষেধ করে। ফলে আরমান হোসেন ক্ষিপ্ত হয়ে উঠেন। এর এক পর্যায়ে সদ্যগত ঈদুল ফিতরের দিন সন্ধায় কলেজ ছাত্রী রুমা বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এসময় ওৎ পেতে থাকা আরমান তার সহযোগী শফিকুল ও বর্ষন ছাড়াও অজ্ঞাত ২ ব্যক্তি সিএনজি যোগে রুমাকে অপহরণ করে নওগাঁর উদ্যেশে পালিয়ে যায়।
×