ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ।। কোথাও উন্নতি, কোথাও অবনতি

প্রকাশিত: ০৩:০১, ২০ জুন ২০১৮

মৌলভীবাজারে বন্যা  পরিস্থিতি ।। কোথাও উন্নতি, কোথাও অবনতি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজার ২০ জুন, বাসস॥ উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার পৌরসভা, কুলাউড়া, কমলগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সদর উপজেলায় অপরিবর্তিত এবং রাজনগর উপজেলায় বন্যার অবনতি হয়েছে। মনু ও ধলাই নদীর পানি সবকটি পয়েন্টে বিপদ সীমার নীচে চলে আসায় বাড়ি ঘর ও রাস্তা ঘাট থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। শহরের বড়হাটের বাড়ইকোনায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। এদিকে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজনগর উপজেলার কালাইরগুল ভাঙ্গন দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবেশ অভ্যাহত রয়েছে। বন্যার পানি মনু প্রকল্পের ভেতর প্রবেশ করে রাজনগর উপজেলার উত্তরবাগ, ফতেহপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। অপর দিকে একই ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ করে সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়ন প্লাবিত করছে। বাাঁধটি পানিউন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগন মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বাের্ডের সহেযাগিতায় মৌলভীবাজার শহরের বড়হাটের বারইকোনা ভাঙ্গন মেরামত কাজ প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করেছে মৌলভীবাজার পৌরসভা। ফলে মনু নদের পানি শহরে প্রবেশ বন্ধ হয়েছে। এখন নতুন করে উজানের ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল না হলে শহর থেকেও রাতের মধ্যে পানি নামবে বলে আশা করা হচ্ছে- জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুপুরে মনু নদীর শহর রক্ষা বাঁধ পরিদর্শন করে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। কাজও শুরু হয়েছে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম সাথে ছিলেন। এদিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন দিয়ে বন্যার পানি প্রবেশ অভ্যাহত থাকায় ওই ইউনিয়নের তিনটি গ্রাম ও মনুমুখ ইউনিয়নের ২টি গ্রাম তলিয়ে রয়েছে। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানান, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং ১১৪৩ মেট্রিকটন চাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৬৭ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পূণবার্সনের জন্য বরাদ্ধ হয়েছে ১ হাজার বান্ডিল টিন এবং ৩০ লক্ষ টাকা। মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসীরা নিজ উদ্দ্যোগে ত্রান সহায়তা দিচ্ছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যা দুর্গত হাজারো মানুষের মাঝে আজ দুপুরে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এদিকে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। দুপুরে রাজনগরের কামারচাক ও মনসুরনগর ইউনিয়নসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহজালাল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। যুক্তরাজ্য প্রবাসীদের চ্যারিটি সংগঠন গ্লোবাল এইড ও চ্যানেল এস এর যৌথ উদ্দ্যেগে প্রবাসীদের সহায়তায় আজ দুপুরে মৌলভীবাজার বড়কাপন ও বারইকোনা এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় ২০ কেজি ওজনের প্যাকেট ১ হাজার পরিবারকে ত্রান সহায়তা দিয়েছে এই সংগঠন। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান রাজনগরের মনসুর ও কামারচাক ইউনিয়নে ১২শ পরিবার খাদ্য সামগ্রী বিতরণ করেন। মৌলভীজাজারের বিলাশ ডিপাটমেন্টাল ষ্টোর নিজ উদ্যোগে ২৫০ পরিবারকে নগদ ৫শ টাকা ও শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ত্রান বিতরনে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিছবাউর রহমান,চ্যানেল এসের প্রতিনিধি নকুল দাশ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
×