ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্তে অনঢ় খালেদা জিয়া

প্রকাশিত: ০৩:০৩, ২০ জুন ২০১৮

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্তে অনঢ় খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্তে অনঢ় রয়েছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান। বুধবার সন্ধ্যায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আহমেদ আজম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। দ্রুত তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে সুচিকিৎসার প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নেতাকর্মীদের শান্ত থেকে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর পর এ পর্যন্ত বেশ ক’বার আত্মীয়স্বজন, আইনজীবী, ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতারা নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করেন। বিএনপির পক্ষ থেকে তার মুক্তির জন্য বেশ কয়েক দফা আন্দোলন কর্মসূচিও পালন করা হয়। এ ছাড়া তাঁর সুচিকিৎসার দাবিতেও কয়েক দফা আন্দোলন কর্মসূচি পালন করে বিএনপি। আজ বৃহস্পতিবারও তাঁর মুক্তি ও সুচিকিৎসার জন্য সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এদিকে কারাগারে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া অসুস্থ্য হয়ে পড়েছেন বলে অভিযোগ করে বিএনপি। এ অবস্থায় কারাগারে চিকিৎসার পাশাপাশি তাঁকে একবার বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর পর থেকে তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাঁকে চিকিৎসা দেয়া হয়।
×