ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়ের নায়ক রোনাল্ডো ॥ আজ মেসির অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৫:০০, ২১ জুন ২০১৮

  জয়ের নায়ক রোনাল্ডো ॥ আজ মেসির অগ্নিপরীক্ষা

জাহিদুল আলম জয় ॥ ময়দানী লড়াইয়ে গত প্রায় এক যুগ ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সর্বশেষ ১০ বছর মর্যাদার ফিফা ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড ভাগাভাগি করে নিয়েছেন এই দুই সুপারস্টার। ২০০৮ সালের পর আর কোন ফুটবলার ফিফা সেরা হতে পারেননি। এখন পর্যন্ত যে অবস্থা তাতে ২০১৮ সালেও এর ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। এবারও টানা তৃতীয় ও রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো ফিফা সেরা হয়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদের পর্র্তুগীজ সুপারস্টার রোনাল্ডো। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগে। এরপর এখন বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত ও জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলেও চলছে সি আর সেভেন শো। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করার পর বুধবার মরক্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও দেশকে জিতিয়েছেন রোনাল্ডো। ম্যাচের চতুর্থ মিনিটে হেডে তার করা গোলেই পর্তুগাল জিতেছে ১-০ ব্যবধানে। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে (শেষ ষোলো) খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে ফার্নান্ডো সান্টোসের দল। আর রোনাল্ডোও নিজেকে অমরত্বের পথে আরেক ধাপ এগিয়ে নিয়েছেন। দুই ম্যাচ শেষে এখন টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ চার গোল ভা-ারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এতে করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ ও সেরা খেলোয়াড়ের এ্যাওয়ার্ড ‘গোল্ডেন বল’ জয়ের দৌড়ে এগিয়ে গেছেন পর্তুগীজ বীর। রোনাল্ডো যেখানে অমরত্বের পথে সেখানে মেসি আছেন ভীষণ বেকায়দায়। তার দেশ আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপপর্বই উতরাতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা মেসি-মারিয়াদের নকআউট পর্বে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া বলেই যত দুশ্চিন্তা। লুকা মডরিচের দল নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে নাইজিরিয়াকে। জর্জ সাম্পাওলির দলকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করাই লক্ষ্য ক্রোয়েটদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাই জ্বলে ওঠার বিকল্প নেই মেসির। একমাত্র তিনিই পারেন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে। এবারের বিশ্বকাপেই আসার কথা ছিল না আর্জেন্টিনার। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দেশকে বিশ্বকাপ মঞ্চে তুলে আনেন মেসি। কিন্তু মূলমঞ্চে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে আবারও ব্যর্থতার স্বাক্ষর রেখেছেন। জাতীয় দলের জার্সিতে মেসির দায়বদ্ধতা নিয়েও উঠেছে প্রশ্ন। এক্ষেত্রে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর কাছে একেবারেই ম্লান। ক্লাব ফুটবলে হরহামেশাই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের দ্বৈরথ হয় এ দু’জনের মধ্যে। কিন্তু জাতীয় দলের প্রশ্নে রোনাল্ডো যেখানে একাই এক শ’ সেখানে মেসির অবস্থান অনেকটাই শূন্য। বিশ্বকাপেও এখন পর্যন্ত সেটাই প্রতীয়মান হয়েছে। ক্রোয়েটদের বিরুদ্ধে আজ রাতে এ অপবাদ ঘোচানোর সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। বাছাইপর্বে যেভাবে জ্বলে উঠেছিলেন ঠিক সেভাবেই দেশকে জেতাতে মরিয়া মেসি নিজেও। বাঁচা-মরার ম্যাচে পরিসংখ্যান অবশ্য মানসিক শক্তি যোগাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মেসিদের ফিফা র‌্যাঙ্কিং যেখানে ৫ সেখানে মডরিচদের অবস্থান ২০ নম্বরে। এ পর্যন্ত দু’দল সবধরনের ফুটবলে মুখোমুখি হয়েছে চারবার। সেখানে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ক্রোয়েটদের জয় একটিতে। অপর ম্যাচটি ড্র হয়। বিশ্বকাপে এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দেশ দু’টি। ১৯৯৮ বিশ্বকাপে ২৬ জুন অনুষ্ঠিত গ্রুপপর্বের ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। পরিসংখ্যান স্বস্তি দিলেও বেশ প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে আর্জেন্টিনা। ২০০২ সালের পর দেশটি প্রথমবারের মতো গ্রুপপর্বেই বাদ পড়ার শঙ্কায় আছে। তাইতো ক্রোয়েশিয়াকে যে কোন মূল্যে হারাতে মরিয়া মারিয়া-এ্যাগুয়েরোরা। এই ম্যাচে আজেন্টিনার বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তরুণ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পাভোনকে এ্যাঞ্জেল ডি মারিয়ার জায়গায় দেখা যেতে পারে। জেতার জন্য আর্জেন্টিনার আক্রমণাত্মক কৌশলে খেলারই সম্ভাবনা বেশি। এ কারণে মাঝ মাঠে লুকাস বিগলিয়ার জায়গায় প্যারিস সেইন্ট জার্মেইনের জিওভানি লো সেলসোকে মূল একাদশে দেখা যেতে পারে। আক্রমণভাগে প্রত্যাশিতভাবেই মেসির নেতৃত্বে থাকবেন আইসল্যান্ডের বিরুদ্ধে গোল করা এ্যাগুয়েরো। কোচ জর্জ সাম্পাওলি ছক সাজাতে পারেন ৩-৩-৩-১ ফর্মেশনে। প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় থাকলেও মাঠের বাইরের অপ্রত্যাশিত ঘটনায় বিপাকে আছে ক্রোয়েশিয়া। দলটির অধিনায়ক মডরিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যাতে করে পুরো ক্রোয়েশিয়ান ফুটবল সমালোচিত হয়েছে। পিঠের ইনজুরির কারণে স্ট্রাইকার নিকোলা কালিনিচ দেশে ফিরে গেছেন। কিন্তু কোচ জøাটকো ডালিচ ইনজুরির কথা বললেও ক্রোয়েশিয়ান সংবাদ মাধ্যমের দাবি, প্রথম ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ না পেয়ে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন কালিনিচ। এ জন্যই নাকি ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠিয়েছে। যদিও মাঠের বাইরের এই বিষয়গুলো নিয়ে চিন্তিত না ক্রোয়েশিয়া। এমনটাই জানিয়েছেন অধিনায়ক মডরিচ। বরং তিনি মনে করেন মেসিরাই চাপে থাকবে। ক্রোয়েট অধিনায়ক বলেন, আইসল্যান্ডের কাছে পয়েন্ট নষ্ট করে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেছে আর্জেন্টিনা। এর মধ্যে আমরা আমাদের প্রথম ম্যাচ জিতেছি। এ কারণে মানসিকভাবে ফুরফুরে আছি। কিন্তু আর্জেন্টিনার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে। মডরিচ বলেন, নাইজিরিয়ার বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই জয় আর্জেন্টিনার বিপক্ষেও ভাল খেলতে অনেক বেশি সহায়তা করবে। তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের জয় আর্জেন্টিনার চাপ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের পথে ভালভাবে টিকে আছি। সেখানে আর্জেন্টিনা ড্র করে পিছিয়ে আছে।
×