ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নেতা হত্যা ॥ প্রত্যাবাসন বিরোধী চক্র দায়ী

প্রকাশিত: ০৫:২৮, ২১ জুন ২০১৮

 রোহিঙ্গা নেতা হত্যা ॥ প্রত্যাবাসন বিরোধী চক্র দায়ী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা (হেড মাঝি) আরিফ উল্লাহ হত্যাকা-ের ঘটনার নেপথ্যে একাধিক তথ্য বেরিয়ে আসছে। মিয়ানমারে উচ্চ শিক্ষিত ও মেধাবী এক ব্যক্তিকে হত্যা করার ঘটনায় আফসোস করছে বহু রোহিঙ্গা। ক্যাম্প এলাকায় বিরাজ করছে আতঙ্ক, উত্তেজনা ও উদ্বেগ-উৎকণ্ঠা। মিয়ানমারে আরিফ উল্লাহর পারিবারিক অবস্থা ভাল ছিল, বিধায় সে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে। বাংলাদেশে এসেও সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছেন তিনি। এদিকে রোহিঙ্গাদের প্রিয় হেড মাঝিকে হারিয়ে আশ্রয় ক্যাম্পে অনেকে নীরবে কান্না করছে। এ হত্যাকান্ড নিয়ে রোহিঙ্গাদের মধ্যে বলাবলি হচ্ছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাকে নানা রকমের কাজে সহযোগিতা করতেন। আরিফ উল্লাহ (৩৫) সাধারণ রোহিঙ্গাদের উৎসাহিত করতেন, প্রত্যাবাসনের ডাক পড়লে যেন তারা মিয়ানমারে ফিরে যায়। এটিই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা। তবে সন্ত্রাসী রোহিঙ্গাদের ভয়ে সঠিক রহস্য প্রকাশে মুখ খুলছে না কেউ। ময়নাতদন্ত ও জানাজা শেষে মঙ্গলবার আরিফ উল্লাহর লাশ দাফন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার রাত ৯টায় আরিফ উল্লাহ সিএনজিযোগে তার নির্ধারিত স্থানে যাবার পথে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লক এলাকায় সন্ত্রাসী রোহিঙ্গারা সিএনজি অবরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে আরিফ উল্লাহ মারা যায়।
×