ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওমরা পালন শেষে দেশে ফিরেছেন এমপি বদি

প্রকাশিত: ০৬:৩৩, ২১ জুন ২০১৮

 ওমরা পালন শেষে দেশে ফিরেছেন এমপি বদি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওমরা পালন শেষে দেশে ফিরে এসেছেন আবদুর রহমান বদি এমপি। কিছু জামায়াত-বিএনপি নেতা, প্রতিপক্ষসহ দেশদ্রোহী চক্র ব্যাপক প্রচার করেছিল এমপি বদি পালিয়েছে। সর্বক্ষেত্রে চাউর হয়েছিল মাদকবিরোধী অভিযানে নিজেকে রক্ষা করতে তড়িঘড়ি করে সরকারের একজন মন্ত্রী ওমরা পালনের নামে সৌদি আরবে চলে যেতে বলেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। নির্ধারিত সময়ে এমপি বদি দেশে ফিরবেন কিনা তা নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি করেছিল ওই চক্র। কিন্তু সরকার বিরোধী ওই সমালোচকদের সেই ধারণা মিথ্যা প্রমাণ করে ওমরা পালন শেষে নির্ধারিত সময়েই দেশে ফিরলেন আবদুর রহমান বদি। সংসদ অধিবেশন থাকায় বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং আজ বৃহস্পতিবার নিজ এলাকায় ফিরবেন। প্রিয় নেতার আগমনের খবরে উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে বলে জানা গেছে। গত ৩১ মে সৌদি আরবে ওমরা পালন করতে যান এমপি বদি। ১৭ জুন যথাসময়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন এমপি বদি, তার স্ত্রী শাহিন আকতার ও ছেলে শাওন আরমান। ওমরা পালনে যাওয়ার আগে এমপি বদি বলেছিলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি মোটেও সত্য নয়। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন। ওমরা পালন শেষে ১৭ জুন দেশে ফিরে আসার কথা জানিয়েছিলেন তিনি।
×