ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় ডাবল মার্ডার

মূল আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৩, ২১ জুন ২০১৮

মূল আসামি গ্রেফতার  না হওয়ায়  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ জুন ॥ সদরের বাপ্তা গ্রামে চাঞ্চল্যকর ডাবল মার্ডার ঘটনায় ৩৭ দিন পরও পুলিশ মূল আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবসী। বুধবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাব চত্বরে হত্যাকারী মামুন ও ফিরোজের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়াও হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয়া হয়। ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জাহিদের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, গত ১৩ মে পারিবারিক বিরোধের জের ধরে মাসুম ও তার শ্যালক জাহিদকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। নিহত মাসুমের বড় ভাই মামুন এবং ফিরোজ নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত জাহিদের পিতা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×