ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদিকে বিদায় করে দ্বিতীয় পর্বে উরুগুয়ে

প্রকাশিত: ০৮:০৪, ২১ জুন ২০১৮

সৌদিকে বিদায় করে দ্বিতীয় পর্বে উরুগুয়ে

জিএম মোস্তফা ॥ শক্তিশালী মিসরকে হারিয়েই রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু করেছিল উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন সুয়ারেজ-কাভানিরা। বুধবার তারা ১-০ গোলে হারিয়েছে সৌদি আরবকে। জয়সূচক একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। সেইসঙ্গে নিজের শততম ম্যাচটাকেও স্মরণীয় করে রাখলেন বার্সেলোনার এই উরুগুইয়ান স্ট্রাইকার। রোস্তভ এরেনায় ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে উরুগুয়ে। মিসরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সুয়ারেজ। তবে সৌদি আরবের বিপক্ষে নিজের শততম ম্যাচেই জ্বলে উঠলেন তিনি। প্রথমার্ধের ২৩ মিনিটে সুয়ারেজের গোলেই প্রথম এগিয়ে যায় উরুগুয়ে। কার্লোস সানচেজের ক্রস থেকে ভেসে আসা বলটিকে দারুণভাবে প্রতিপক্ষের জালে জড়ান লুইস সুয়ারেজ। সেইসঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন সুয়ারেজ। উরুগুয়ের প্রথম কোন ফুটবলার হিসেবে ভিন্ন ভিন্ন তিন বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। রাশিয়ার আগে ২০১৪ এবং ২০১০ বিশ্বকাপেও গোল করেছিলেন দেশটির এই তারকা ফুটবলার। সুয়ারেজের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধেও নিজেদের পারফরমেন্সের দাপট ধরে রাখে সুয়ারেজ-কাভানিরা। পরপর দুটি আক্রমণ করে উরুগুয়ে। তবে পাল্টা দুটি আক্রমণ করে উরুগুয়েকে ভয় ধরিয়ে দেয় সৌদি আরবও। এর পরের সময়টাতে দুই দলই একে অপরের বিপক্ষে আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা পায়নি কোন দলই। এর ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে। এর ফলে ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলরও টিকেট নিশ্চিত করেছে উরুগুয়ে। তাদের সঙ্গে নক আউট পর্বে জায়গা নিশ্চিত হলো রাশিয়ারও। তবে কপাল পুড়েছে মিসর ও সৌদি আরবের। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল তাদের। এর আগে মিসরের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল উরুগুয়ে। অন্যদিকে রাশিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সৌদি আরব।
×