ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানকে হারাল ১-০ গোলে

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল স্পেন

প্রকাশিত: ০৯:৩৪, ২১ জুন ২০১৮

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচজুড়ে অসংখ্যবার বল বিপন্মুক্ত করে গেলেন ইরানের খেলোয়াড়রা। এমনি একটি চেষ্টা করার পথে দিয়েগো কস্তার পায়ে লেগে বল জড়ায় জালে। স্পেনের ভাগ্যের এই সহায়তাটুকুই ব্যবধান গড়ে দিল ম্যাচে। কস্তার গোলে ইরানকে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হারিয়ে দিল স্পেন। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য অন্তত জিততেই হবে স্পেনকে। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে এশিয়ার পরাশক্তি ইরানের মুখোমুখি হয় স্পেন। ২০১৪ সালের পর যে দলটি কোন প্রতিযোগিতামূলক ম্যাচ হারেনি তাদের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটা ভাল করেই জানত ইনিয়েস্তারা। ম্যাচেও তার প্রতিফলন দেখা গেছে। প্রথমার্ধে স্পেনকে গোলবঞ্চিত রাখে ইরান। পর্তুগালের বিপক্ষে একাদশে না থাকলেও দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে স্পেন একাদশে ফিরেছেন দানি কার্ভাহাল। অন্যদিকে কোকের পরিবর্তে ম্যাচে লুকাস ভাস্কুয়েজকে নামান স্পেন কোচ হিয়েরো। কিন্তু স্প্যানিশদের এত সব পরিকল্পনা সব ভেস্তে যায় কুইরোজের কৌশলের কাছে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। কিন্তু ইরানের ডিফেন্ডারদের করা মার্কিংয়ে গোলের তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি ইস্কো, ইনিয়েস্তা, সিলভারা। ইরানের গোলমুখে ম্যাচের প্রথম শটটি নেন ডেভিড সিলভা তাও ২৫ মিনিটের সময়। ফ্রি কিক থেকে সিলভার শট মানব দেয়ালে লেগে সরাসরি যায় ইরানের গোলরক্ষকের হাতে। পুরো প্রথমার্ধে ৮২ শতাংশ বল নিজেদের কাছে রেখেও ইরান ডিফেন্সে ভাঙ্গন ধরাতে পারেনি স্পেন। প্রথমার্ধে দু’দল পেশি শক্তিরও বেশ ভাল ব্যবহার করে। ১৬বার রেফারি ফাউলের বাঁশি বাজালেও কেউ হলুদ কার্ড দেখেননি।
×