ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিবাসী পরিবার থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার নীতি পাল্টালেন ট্রাম্প

প্রকাশিত: ১৮:৩২, ২১ জুন ২০১৮

অভিবাসী পরিবার থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার নীতি পাল্টালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ অবশেষে জনমতের কাছে নতি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী পিতা-মাতাদের সঙ্গে তাদের সন্তানদের একসঙ্গে থাকার বিষয়ে এক নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। এর ফলে, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত পিতামাতার সঙ্গে তাদের সন্তানরা একসঙ্গে বন্দিশালায় থাকতে পারবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ওই নির্বাহী আদেশের মাধ্যমে পরিবারকে বিচ্ছিন্ন করার নীতি থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাঁর নীতির কারণে ইতিমধ্যে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ব্যাপারে নির্বাহী আদেশে কিছু বলা হয়নি। বুধবার ট্রাম্প জানান, পিতা-মাতার কাছ থেকে সন্তানদের আলাদা করার দৃশ্য তাঁর মনে দাগ কেটেছে। তিনি বলেন, এখন থেকে পরিবারকে একসঙ্গে রাখা হবে। পরিবারগুলো আলাদা হওয়ার দৃশ্য আমার ভালো লাগেনি। এদিকে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত দুই হাজার ২০৬টি পরিবার থেকে দুই হাজার ৩৪২ শিশুকে আলাদা করা হয়েছে। সূত্র ॥ বিবিসি
×