ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দাড়ি রাখার রহস্য ফাঁস করলেন রোনালদো

প্রকাশিত: ১৯:২৯, ২১ জুন ২০১৮

দাড়ি রাখার রহস্য ফাঁস করলেন রোনালদো

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। বুধবার সেই রেকর্ডও ম্লান করে প্রথম ম্যাচের মতোই ৪ মিনিটে গোল করেলেন। এতেই অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ৬ গোল করে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক ও ফুটবল রাজপুত্র দিয়াগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ছাড়িয়ে গেলেন পুসকাসকে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এমন দুর্দান্ত পারফরমেন্সেই পর্তুগাল গ্রুপ পর্ব সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার দারপ্রান্তে রয়েছে। কিন্তু এসব ছাপিয়ে উঠে এসেছে রোনালদোর মুখের দাড়ি রহস্য। কেননা, বিশ্বকাপের আগে রোনালদোর মুখে দাড়ি খুব একটা কোনোদিন দেখা যায়নি। এবার প্রথম ম্যাচ থেকে থুতনির নিচে হালকা দাড়ি রেখেছেন তিনি। যদিও বুধবার মরক্কোকে হারানোর পর সেই দাড়ি রাখার পেছনে যে রহস্য আছে তা ফাঁস করেছেন রিয়াল মাদ্রিদের তারকা এই ফুটবলার। মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে ফিফার সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘কোয়ারেসমার সঙ্গে একটি ঘটনা আছে। স্পেন ম্যাচের আগে আমি সেভ করছিলাম। কিন্তু এসময় কিছু অংশ কেটেও ফেলি। তখন বললাম, স্পেনের বিপক্ষে গোল করতে পারলে, বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই দাড়ি রেখে দিব। যেহেতু সেদিন গোল করেছি এবং আজও করলাম, তাই এটি রেখে দিব।’ পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। তিনটি গোলই করেন রোনালদো। এরপর মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও তিনি গোল করেন। এখন আন্তর্জাতিক ম্যাচে ৮৫টি গোলের মালিক রোনালদো। যা ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
×