ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোলায় সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামারে ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশিত: ২২:১৮, ২১ জুন ২০১৮

ভোলায় সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামারে ভবিষ্যৎ অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ দক্ষিণাঞ্চলের মধ্যে ভোলায় সর্ব প্রথম সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামারে হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন করে বিক্রি শুরুর ২ মাস না যেতেই তা বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই খামার প্রকল্পের মেয়াদ ৩০ জুন পর্যন্ত হওয়ায় হাঁস প্রজনন খামারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত না আসায় খামারের সাথে যুক্ত কর্মকর্তা কর্মচারিরাও দু:চিন্তায় দিন কাটাচ্ছে। অথচ এই খামারটি থেকে হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন শুরু হওয়ার পর থেকে খামারিরা জেলার বাইরে না গিয়ে ভোলার সরকারি এ খামার থেকে কম মূল্যে হাঁসের বাচ্চা ও ডিম ক্রয় করে অনেক লাভ হচ্ছিলো। এটি বন্ধ হয়ে গেলে খামারিদের উৎপাদন ব্যায়সহ নানা সমস্যার মধ্যে পড়তে হবে বলে তারা জানিয়েছে। ভোলা আঞ্চলিক হাঁস প্রজনন খামার হাঁস প্রজনন খামারের পোল্ট্রি ডেভেলোপম্যান্ট অফিসার ডা: মোসা: মৌসুমী খাতুন জানান, এই খামারটি চালু থাকলে তারা ভোলার খামারিদের চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাতেও হাঁসের বাচ্চা বিক্রি করা হবে। কিন্তু আগামী ৩০ জুনে এই খামারের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে তখন কি হবে তা নিয়ে কর্মকর্তা কর্মচারিরা রয়েছে দু:চিন্তায় । ইতো মধ্যেই প্রকল্পের সমাপনী অফিসিয়াল কার্যক্রম শেষ করা হচ্ছে। পরবর্তীতে এই খামার কিভাবে পরিচালনা করা হবে তার কোন সিদ্ধান্ত এখনো ওই কর্মকর্তা পায়নি বলে জানান। অপর দিকে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা: মোহাম্মদ আলমগীর জানান, প্রকল্পের মেয়াদ শেষ হলেও যাতে তা বাড়িয়ে খামারটি নিবিঘেœ চলতে পারে তার জন্য সরকারের কাছে তিনি দৃষ্টি আর্কষন করেন।
×