ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের মধ্যে সংস্কার না হলে ফ্যাক্টরি বন্ধ

প্রকাশিত: ০০:৪৫, ২১ জুন ২০১৮

ডিসেম্বরের মধ্যে সংস্কার না হলে ফ্যাক্টরি বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিরাপত্তা ইস্যুতে পোশাক কারখানার সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘কাজগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করেন। নতুবা আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিবো।’ বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে আয়োজিত গার্মেন্টস শিল্পের সংস্কার প্রক্রিয়ায় জাতীয় উদ্যোগ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা যেহেতু করতে হবে শিডিউল অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করেন। আমরা রুঢ় আচরণ করতে চাইনা। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে জানুয়ারি থেকে আমরা ফ্যাক্টরি বন্ধ করার সিদ্ধান্ত নেবো। কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যাদের এখনও নিজস্ব ভবন নেই, তারা তিন থেকে ছয় মাসের মধ্যে নিজস্ব ভবনে চলে যাবেন। আমরা কিভাবে বুঝবো আপনারা সরকারের শর্ত পূরণ করেছেন। এজন্য যে ২৬ টি ফার্ম আছে তাদের দিয়ে অডিট করাবেন। তারা সার্টিফিকেট দিলে আমরা ভেবে নেবো আপনারা শর্ত পূরণ করেছেন। তবে ফার্মের কেউ যদি অনৈতিক কোন শর্ত দেয়, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো।’ এ সময় পোশাক কারখানার মালিকরা সংস্কার কাজ চালিয়ে যেতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব সমস্যা দূর করার আশ্বাস দিয়ে বেশ কয়েকটি কারখানাকে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেন।
×