ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রার্থী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর গাজীপুর

প্রকাশিত: ০৫:৪০, ২২ জুন ২০১৮

 প্রার্থী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর গাজীপুর

মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর ও নূরুল ইসলাম, টঙ্গী ॥ গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র ৪ দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে পাশাপাশি নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের ব্যস্ততা ও অস্থিরতা। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ১৪ দল ও ২০ দলীয় জোটের অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার হতে মাঠে নেমেছেন। এদিন তারা কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সকাল হতে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকও বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এদিকে নির্বাচনী প্রচারণায় নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ২০ দলীয় জোট নেতাকর্মী ও তাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের গ্রেফতার ও হয়রানি করার অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী। অপর দিকে ১৪ দলীয় জোট সমর্থিত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন ‘বিএনপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে এবং খুনির পরিবারকে প্রশ্রয় দিয়েছে। নির্বাচনের এই আমেজ ও উত্তাপ সিটি এলাকাসহ আশপাশের এলাকাগুলোতেও ক্রমেই ছড়িয়ে পড়েছে। নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে প্রার্থীরা তাদের বিভিন্ন কৌশলকে কাজে লাগিয়ে ছুটছেন বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করতে। গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে প্রার্থীরা বৃহস্পতিবার সকাল হতে রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ, বৈঠক ও পথসভার মধ্য দিয়ে ব্যস্তদিন কাটিয়েছেন। এদিন প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায়, দোকানপাট, কলকারখানায় ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পথসভা ও বৈঠক করে গণসংযোগ করেছেন এবং প্রচারপত্র বিতরণ করে ভোট চেয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জোট এবং মহাজোটের শরীকদলগুলোর কেন্দ্রীয় নেতারা। প্রার্থী ও নেতা কর্মীদের পদচারণায় পুরো এলাকা এখন মুখরিত হয়ে উঠেছে। গণসংযোগ আওয়ামী লীগ ॥ ১৪ দলীয় জোটের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) মোঃ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৯, ৩১, ৩৯, ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন। এতে মহাজোটের শরীকদলের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, মসজিদের ইমাম এবং সাধারণ ভোটারগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দেন। গণসংযোগকালে তিনি বিএডিসি, পূর্ব ভুরুলিয়া, শিমুলতলি, চত্বর বাজার, ভানুয়া, ফাওকাল, চাপুলিয়া, উত্তর ছায়াবিথী শ্মশান মোড়, টাঙ্কিমোড়, জোড়পুকুরপাড়, বরুদা, হাড়িনাল, লেবু বাগান, দক্ষিণ ছায়াবিথী মোড়, মাধববাড়ি মোড়, রথখোলা, শহীদ বরকত স্টেডিয়াম, বিলাশপুর মসজিদের সামনে, মারিয়ালী, শহীদ নিয়ামত সড়ক, শহীদ স্মৃতি স্কুল, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে, তালুকদারের পুকুর পাড়, কৃষি গবেষণা শ্রমিক ক্লাব, কাজীবাড়ি, পূর্ব চান্দনা, ভোড়া কুমারপাড়া, এ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার বাড়ির রাস্তার মোড়, ভাড়ারুল জামতলা, চৌরাস্তা, ধীরাশ্রম, পুবাইল কলেজ গেট, ৪২ এ সাবেক ইউনিয়ন পরিষদ, মাঝুখান বাজার, হায়দারাবাদ মাদ্রাসার সামনে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তব্য দেন। বিএনপি ॥ ২০ দলীয় ঐক্যজোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় অংশ নেননি। দুপুরের পর তিনি মহানগীরর সালনা, কোনাবাড়ি বাজার, জরুন, কাশিমপুর এলাকায় পথসভায় ও গণসংযোগ করেন। পরে তিনি বিকেলে টঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন প্রমুখ। একইদিন সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা নগরীর সালনা এলাকায় মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান গণসংযোগ করেন। গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মুফতী নাসির উদ্দিন, কাপাসিয়া থানা বিএনপির সভাপতি আব্দল খলিল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপি নেতা কুতুব উদ্দিন চেয়ারম্যান, মনিরুজ্জামান লাবলু, সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জাগপা মহানগর সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবির, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। সাবেক গাজীপুর পৌর এলাকার আট ওয়ার্ডে প্রচার কার্যক্রম তত্ত্বাবধানের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন মনিটরিং সেল ও নির্বাচন নিয়ন্ত্রন কেন্দ্রের পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী মাহবুব-উল হক গোলাপ উপস্থিত ছিলেন।
×