ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোন দেশের জাতীয় স্বার্থকে বিশ্বব্যাংকের সমর্থন দেয়া উচিত ॥ অপর্না সুব্রামনি

প্রকাশিত: ০৭:২১, ২২ জুন ২০১৮

কোন দেশের জাতীয় স্বার্থকে বিশ্বব্যাংকের সমর্থন দেয়া উচিত ॥  অপর্না সুব্রামনি

সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অপর্না সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলেছেন, যেকোন দেশের জাতীয় অগ্রাধিকারকে অবশ্যই ব্যাংকের সমর্থন দেয়া উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংক নির্বাহী পরিচালক বলেছেন, আমি মনে করি যেকোন দেশের জাতীয় অগ্রাধিকারের প্রতি ব্যাংকের সমর্থন দেয়া উচিত। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কৃষিসহ বেশকিছু খাতের উন্নয়নে সরকার কর্তৃক ভর্তুকি প্রদানের ক্ষেত্রে বিশ্ব ্যাংকের ঋণ দেয়ার শর্ত আরোপের কথা উত্থাপন করলে অপর্না সুব্রামনি এ মন্তব্য করেন। খবর বাসসর। বিশ্বব্যাংক নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে এসএমই খাতের উন্নয়নে ব্যাংক অর্থায়ন করছে। সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির উচ্ছসিত প্রশংসা করে বলেন, আপনি বাংলাদেশকে একটি গর্বিত অবস্থানে নিয়ে এসেছেন। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক নির্বাহী পরিচালক বাংলাদেশের ৭ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, দেশের জন্য এটি একটি বিরাট অর্জন। তিনি বলেন, বাংলাদেশের এই সাফল্যের গল্প অন্যান্য দেশের জন্য অনুসরণীয়। সুব্রামনি বলেন, জনগণের গড় আয়ু বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন আর্থ-সামাজিক খাতে বাংলাদেশ অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী বলেন, তার দল আর্থ-সামাজিক উন্নয়নে সুনিদিষ্ট নীতি গ্রহণ করেছে। এর ফলে গত সাড়ে ৯ বছরে দেশের জনগণ ব্যাপক অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫ সালে তাকে বর্বরোচিত হত্যার পর এই অগ্রগতি থেমে যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আরও উন্নতি করতে পারত। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে দীর্ঘদিন সামরিক শাসন বলবৎ ছিল। এই সামরিক শাসন দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রথম অগ্রাধিকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সামাজিক নিরাপত্তা বিধান। পাশাপাশি জাতির জনকের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন। শেখ হাসিনা বলেন, তার সরকার ইতোমধ্যেই জনগণের বিশেষ করে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। নারী শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্বারোপ করায় প্রাথমিক পর্যায়ে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ৬ বছর শরণার্থী জীবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক একনায়করা সে সময় তাকে দেশে ফিরে আসতে দেয়নি। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন। ভারতের নাগরিক অপর্না সুব্রামনি ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার সমন্বয় বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
×