ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যবারের চেয়ে নারী দর্শক বেশি

প্রকাশিত: ০৫:১৪, ২৩ জুন ২০১৮

অন্যবারের চেয়ে নারী  দর্শক বেশি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। চার বছর পরপর ফিরে আসা এই বিশ্বকাপকে ঘিরে বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলভক্ত-সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে। এবার যেন রাশিয়া বিশ্বকাপকে ঘিরে উন্মাদনাটা আরেকটু বেশিই দর্শকদের মধ্যে। কারণ আগে কখনও রাশিয়ায় অনুষ্ঠিত হয়নি বিশ্বকাপ। সে কারণে সারাবিশ্ব থেকেই বিপুল পরিমাণ ফুটবলভক্তের আগমন ঘটেছে রাশিয়ায়। যে কোন বিশ্বকাপের শোভা নারী দর্শক। প্রতিবারই যে দেশটি আয়োজক হয়ে থাকে সে দেশের তরুণীদের নিয়ে বিদেশীদের থাকে বিপুল আগ্রহ। শুধু ফুটবলই নয়, অনেকে ভালবাসার খোঁজে হন্যে হয়ে থাকেন। নতুন সঙ্গী খোঁজেন প্রেমিকা হিসেবে। ফুটবলকে অনেকে তাই যৌন আবেদনময়ী একটি ক্রীড়া হিসেবে অভিহিত করেন। রাশিয়ায় নারীদের আনাগোনা আগের যে কোন বারের তুলনায় অনেক বেড়েছে। বেশ কয়েকটি জরিপের ফল থেকে দেখা গেছে যে কোন বিশ্বকাপের চেয়ে এবার রাশিয়ায় নারী দর্শকের সংখ্যা অনেক বেশি। বিশ্বকাপের মতো আসরে এমনিতেও আকর্ষণীয়া, সুন্দরী নারীদের মেলা বসে আয়োজক দেশে। আর এবার রাশিয়ান সুন্দরীদের মেলা। সেই টানে অনেকেই পাড়ি জমিয়েছেন রাশিয়ায়। ফুটবলপ্রেমীদের সঙ্গে সঙ্গে আছে নারী আসক্ত পুরুষদেরও ভিড়। অনেকেই নিজ দলকে যতটা সমর্থন দিতে এসেছেন দেশটিতে, তারচেয়ে তারা বেশি মনোযোগী রাশিয়ান নারীকুলের প্রতি। অনেক ভক্তই পার্ক, পাবলিক জমায়েতের স্থানগুলোতে সময় কাটাচ্ছেন। নিজেদের দল কয়টি গোল করছে সেই হিসেব না করে বরং নিজেদের ফোনবুকে কতগুলো রাশিয়ান তরুণীর ফোন নাম্বার রয়েছে সেটি নিয়েই চিন্তিত ভালবাসার খোঁজে আসা তরুণরা। এমনকি জনপ্রিয় ডেটিং এ্যাপ ‘টিন্ডার’ ব্যবহার করেও তারা সেখানে দেয়া রাশিয়ান সুন্দরীদের বিভিন্ন ভঙ্গিমায় তোলা সেলফিগুলো বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। তাদের অবশ্য হতাশ হতে হয়নি, এবার নারী দর্শকের পরিমাণ যে কোন বিশ্বকাপের চেয়ে বেশি। এক জরিপে দাবি করা হয়েছে ৪৪ ভাগ মানুষই মনে করেন ফুটবল প্রজন্মান্তরে একটি যৌন আবেদনময়ী ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত। রাশিয়ার যে কয়জন নারীর ওপর জরিপ করা হয়েছে তার এক তৃতীয়াংশই প্রিমিয়ার লীগ, ইংলিশ ফুটবল লীগের বিভিন্ন ক্লাবকে নিয়মিত পর্যবেক্ষণ করেন। ২০ ভাগ নারী প্রতি মৌসুমে ম্যাচের টিকেট কাটেন। লাখ লাখ নারী দর্শক এবার বিশ্বকাপ ফুটবল দেখছে রাশিয়ায়। সেটার মাত্রা এতটাই বেড়ে গেছে যে অনেকের স্বামী রীতিমতো ত্যক্ত হয়ে উঠেছেন টিভিতে বেশি বেশি ফুটবল খেলা প্রচারিত হওয়াতে। ১৫০০ রাশিয়ান নারীর ওপর ভোটাভুটি করে দেখা গেছে এর প্রায় অর্ধেক পরিমাণই নিয়মিত ফুটবল টুর্নামেন্ট দেখেন। প্রতি পাঁচজনের মধ্যে প্রায় একজন নারীই দাবি করেছেন তারা বিশ্বকাপ নিয়ে যতটা উৎসাহী ও উন্মত্ত সে তুলনায় তাদের জীবনসঙ্গী অনেকটাই কম। আর প্রতি ১০ জনের মধ্যে একজন নারীর স্বামী কিংবা প্রেমিক রীতিমতো কড়জোরে অনুরোধ করেন খেলার চ্যানেল পরিবর্তন করার জন্য যাতে তারা অন্য কোন প্রোগ্রাম দেখতে পারেন। শুধু প্রাপ্তবয়স্ক তরুণীরাই নয়, কিশোরী-বালিকারাও ফুটবলের প্রতি দারুণভাবে ঝুঁকে পড়েছেন। ৬ থেকে ১৬ বছর বয়সী ৫০০ মেয়ের ওপর জরিপ করে দেখা গেছে তাদের অনেকেই আকাক্সক্ষা করেন ফুটবলার হওয়ার (২২ ভাগ)। প্রতি ২০ জনের মধ্যে একজন বলেছেন তারা কোন ক্লাবের কোচ হতে চান। আর ৫৭ ভাগ নারী বিশ্বাস করেন বিশ্বকাপ ম্যাচগুলোর বিশ্লেষণে মেয়েদের আরও বেশি সংশ্লিষ্টতা থাকা প্রয়োজন।
×