ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডোপ কলঙ্কে পাকিস্তানী ক্রিকেটার

প্রকাশিত: ০৫:১৫, ২৩ জুন ২০১৮

ডোপ কলঙ্কে পাকিস্তানী ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের শীর্ষ ক্রিকেটারদের একজন ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন বলে জানিয়েছে পিসিবি। তবে আইসিসির নিয়মের বাধ্যবাধকতার কারণে এখনও ক্রিকেটারটির নাম জানায়নি পাকিস্তানী বোর্ড। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, ধরা পড়া ক্রিকেটারটি ওপেনার আহমেদ শেহজাদ। আইসিসির নিয়ম অনুযায়ী সরকার অনুমোদিত এ্যান্টি-ডোপিং এজেন্সি থেকে কেমিক্যাল রিপোর্ট পাওয়ার পরই কেবল ধরা পড়া ক্রিকেটারের নাম প্রকাশ করা যাবে। পাকিস্তানের এই ক্রিকেটার ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন, তবে তার রক্তের নমুনা সংগ্রহ করেছে যে ল্যাবরেটরি তাদের রিপোর্টটি এখনও নিশ্চিত করেনি পাকিস্তানের এ্যান্টি-ডোপিং বিভাগ। পিসিবি জানিয়েছে, দু’একদিনের মধ্যে সেই রিপোর্টও চলে আসবে। সামনে জিম্বাবুইয়ে সফরের জন্য দল নির্বাচনের সভায় বিবেচনায় আসে শেহজাদের নাম। তখনই ডোপ পরীক্ষার খবরটি সভায় জানানো হয় বলে জানিয়েছে পাকিস্তনের সংবাদ মাধ্যম। ডোপ পরীক্ষায় ধরা পড়লে তিনমাস থেকে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন ওই ক্রিকেটার। নিষিদ্ধ উপাদানের ওপর নির্ভর করবে শাস্তির মাত্রা। এর আগে ২০১৫ সালে কোকেন নিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্পিনার রাজা হাসান। আরও দুই স্পিনার, ইয়াসির শাহ ও আব্দুর রহমানও ডোপ পাপে নিষিদ্ধ হয়েছিলেন তিনমাস করে।
×