ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুদের নিজের মতো করে ভাবতে দিতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ জুন ২০১৮

 শিশুদের নিজের মতো  করে ভাবতে  দিতে হবে ॥  নূর

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, শিশুদের মনের মতো করে ভাবার সুযোগ করে দিতে হবে। তাদের ওপর কোন কিছু চাপিয়ে দেয়া যাবে না। শিশুর ইচ্ছাই একজন ভাল মানুষ হিসেবে নিজেকে তৈরি করবে। শুক্রবার বিকেলের দিকে জেলা শহরের নিজস্ব বাসভবনে ভিশন ২০২১ এর আয়োজনে ‘রাঙাও তোমার শহর’ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তাদের অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের বড় করতে হবে। কবিদের ছড়া, কবিতা ও ছবি আঁকার মধ্যে চিন্তাচেতনার বিকাশ ঘটবে। ইসলামিক ছড়া, কবিতাও অনেক কবি লিখে গেছে সেগুলো জানতে হবে। মন্ত্রী বলেন, ভিশন ২০২১ কোন রাজনৈতিক দল নয়। তবে এটি অরাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে আমরা বাংলাদেশের কথা বলি। বাঙালীর কথা বলি। এখানে ১০০ কিশোর-কিশোরী রং-তুলি নিয়ে কাজ করছেন। তারা মনের মাধুরী মিশিয়ে জেলা শহরের প্রধান সড়কগুলোতে ছবি আঁকছেন। চলতি বছরের ৬ মার্চ থেকে এই সংগঠনটি কার্যক্রম চালু করে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি, মুক্তিযোদ্ধার ছবি, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ নানা ছবি এঁকে নীলফামারী শহরকে আলোচিত ও আলোকিত করেছে। এ সময় মন্ত্রী বলেন, আগামীতে শিশুদের নিয়ে ছবি আঁকা ও এ জাতীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারীতে তৈরি করার পরিকল্পনা করেন তিনি। এখানে দুই শ’ শিক্ষার্থী চারুকারু বিষয়ক প্রশিক্ষণ নিতে পারবে।
×