ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯:৪২, ২৩ জুন ২০১৮

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পেন্টাগন জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য দুটি প্রশিক্ষণ বিনিয়ম কর্মসূচি স্থগিত করার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে বসেন। সেখানে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।এরপর এক সংবাদ সম্মেলনে কোরীয় উপদ্বীপে ‘উষ্কানিমূলক যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার মার্কিন সেনা রয়েছে দক্ষিণ কোরিয়ায়। প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটি থেকে তারা বড় ধরনের সামরিক মহড়া চালায়।
×