ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে

প্রকাশিত: ০০:২৭, ২৪ জুন ২০১৮

ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন’ বিষয়ক সংলাপে সম্প্রতি এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম অংশ নেন। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফআইসিসিআই) সহযোগিতায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে অভিযাত্রা’ বিষয়ে এ সংলাপটি আয়োজন করে। সংলাপে আলোচকবৃন্দ উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে অভিযাত্রা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশেষ সহায়ক হবে। এছাড়াও বাংলাদেশের এ অর্জনের ফলে ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে বিনিয়োগ এবং যৌথ বাণিজ্য উন্নয়নে নতুন দুয়ার উন্মোচিত হবে। এফআইসিসিআই ভবনে অনুষ্ঠিত এ সংলাপে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. রাম উপেন্দ্র দাস, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ এবং ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রকিবুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন। তিনি ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং ইনসেনটিভস’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার লক্ষ্যনীয় সাফল্য অর্জন করে চলেছে। বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে তিনি ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
×