ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০২:২৭, ২৪ জুন ২০১৮

করিমগঞ্জে ডোবার পানিতে  ডুবে তিন ভাইবোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গুনধর আশতকা মানিকপুর গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো-করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ভাটিয়া গাংপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে জোনাকী (১০), চাঁদনী (৮) ও ছেলে সাফায়েত উল্লাহ (৪)। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মায়ের সঙ্গে দু’দিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-বোন জোনাকী, চাঁদনী ও সাফায়েত উল্লাহ আশতকা মানিকপুর গ্রামের খালু পরশ আলীর বাড়িতে যায়। বাড়ির পাশে খেলা করতে গিয়ে শনিবার দুপুর থেকে ওই তিন শিশু নিখোঁজ হয়। আশপাশের পুকুর-বর্ষার পানিতে জাল ফেলে তাদের সন্ধানে তৎপরতা চালানো হলেও কোনো কাজ হয়নি। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ওইদিন রাতে বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে বাড়ির সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ওই তিন শিশুর মরদেহ পার্শ্ববর্তী দেহুন্দা ভাটিয়া গাংপাড়ায় তাদের বাড়িতে নেয়া হলে সেখানে শোকের ছায়া নেমে আসে। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
×