ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে মাটির ব্যাংকে জামানো টাকায় মেয়র প্রার্থীর নির্বাচন

প্রকাশিত: ০২:৫৬, ২৪ জুন ২০১৮

বরিশালে মাটির ব্যাংকে জামানো টাকায় মেয়র প্রার্থীর নির্বাচন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্খিদের বাসা-বাড়িতে মাটির ব্যাংকে জমানো টাকায় বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী। রবিবার দুপুরে ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, কালো টাকার ছড়াছড়ির বিপরীতে গণমানুষের নির্বাচন সংস্কৃতি নির্মাণের চেস্টায় ব্যাতিক্রমভাবে সংগৃহত অর্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। বরিশাল সিটি নির্বাচনে বাসদের শ্লোগান হবে ‘ভোট এবং ভোটের খরচ জুগিয়ে জনগণের পক্ষে সৎ-যোগ্য-নীতিবান মানুষকে নির্বাচিত করুন, আপনার বিবেককে রক্ষা করুন। মেয়র প্রার্থী মনিষা চক্রবর্তী আরও বলেন, জনগণের টাকায় মেয়র নির্বাচিত হলে নগরীর উন্নয়ন ও নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে জনগণের কাছে দায়বদ্ধ থাকা যায়। অপরদিকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত মেয়র সিটি কর্পোরেশনকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেন। তিনি জানান, সিটি নির্বাচনে অংশগ্রহণের অর্থ সংগ্রহের জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রিকসা গ্যারেজ, হোটেল ও বাসা বাড়িতে শতাধিক মাটির ব্যাংক রাখা হয়েছে। এছাড়া প্রকাশনার বিক্রিত অর্থ সংগৃহীত করে রাখা হয়েছে। ইতোমধ্যে এভাবে লক্ষাধিক টাকা সংগৃহীত হয়েছে। বাসদের মেয়র প্রার্থী সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, আমরা চলমান লুটপাট, দুর্নীতি, কালোটাকা ও পেশি শক্তির দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্ত ভেঙ্গে জনগনের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রাম করছি। তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অংশগ্রহন করছি।
×