ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুত সাশ্রয়ে কক্সবাজারে দুই বান্ধবীর উদ্ভাবন

প্রকাশিত: ০৫:১৫, ২৫ জুন ২০১৮

  বিদ্যুত সাশ্রয়ে কক্সবাজারে দুই বান্ধবীর উদ্ভাবন

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারের কাউখালী ডিগ্রী কলেজের শিক্ষার্থী রুবাইদা ও কিরণা চাকমা। এই দুই বান্ধবী এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তুলে ধরেছেন বিদ্যুত সাশ্রয়ে তাদের উদ্ভাবিত নতুন কৌশল। তারা দেখাচ্ছেন সূর্যের আলো সেন্সর বোর্ডে পড়লে স্বয়ংক্রিয়ভাবেই বাল্বের আলো নিভে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে বাতি। এতে দিনের বেলায় বিদ্যুত অপচয় কমবে। বিদ্যুত সাশ্রয়ের এমন কৌশলই উদ্ভাবন করেছেন উদ্ভাবক। এমন আরও নতুন নতুন ধারণা নিয়ে মেলায় এসেছে শিক্ষার্থীরা। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এ স্লোগানে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে জাদুঘর ভবনে এ মেলার আয়োজন করেছে। পাশাপাশি দ্বিতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং দ্বিতীয় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও শুরু হয়েছে। সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার বিজ্ঞানচর্চার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ মেলার আয়োজন সেরকমই একটি উদ্যোগ। এ দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। নতুন প্রজন্মের এরাই বিজ্ঞানচর্চা করে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ দেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
×